ডেঙ্গি নিয়ন্ত্রণে কী পদক্ষেপ? স্বাস্থ্য সচিবকে নিয়ে জরুরি বৈঠকে মুখ্যসচিব 

রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি চিন্তা বাড়াচ্ছে। দক্ষিণবঙ্গের পাশপাশি ডেঙ্গি থাবা বসাচ্ছে উত্তরবঙ্গেও। এই পরিস্থিতিতে ডেঙ্গি নিয়ন্ত্রণে মঙ্গলবার নবান্নে স্বাস্থ্যসচিবের সঙ্গে  উচ্চ পর্যায়ের বৈঠক করলেন রাজ্যের মুখ্যসচিব। ডেঙ্গি নিয়ন্ত্রণে স্বাস্থ্য দফতর এখনও পর্যন্ত কী কী পদক্ষেপ নিয়েছে, জেলায় জেলায় কীভাবে পরস্থিতির ওপর নজর রাখা হচ্ছে ইত্যাদি নানান বিষয় বৈঠকে আলোচনা হয়েছে বলে খবর। 

জেলায় জেলায় ডেঙ্গি আক্রান্তের পাশপাশি মৃতের সংখ্যাও বেড়েছে। কলকাতার পরিস্থিতিও উদ্বেগজনক। এই অবস্থায় ডেঙ্গি নিয়ন্ত্রণে বাড়তি তৎপর নবান্ন। জেলায় জেলায় বিশেষ ফিভার ক্লিনিক খোলা হয়েছে। ক্লিনিকগুলো কেমন কাজ করছে সে নিয়েও এদিন বৈঠকে দুই সচিবের মধ্যে কথা হয়েছে বলে জানা গিয়েছে। এছাড়াও ডেঙ্গির প্রকোপ বেশি এমন জেলায় চিকিৎসকদের বিশেষজ্ঞ টিম পাঠানোরও পরিকল্পনা করছে নবান্ন। সেই সঙ্গে পুরসভা এলাকাগুলোর ওয়ার্ডে ওয়ার্ডে ডেঙ্গি নিয়ে সচেতনতা প্রচারও চালানো হচ্ছে। জানা গিয়েছে, ডেঙ্গি চিকিৎসায় ফিভার ক্লিনিকের সংখ্যা আরও বাড়ানো যায় কিনা তা নিয়েও আলোচনা চলছে। সেই সঙ্গে প্রত্যেকটি পুরসভাকেও বিশেষ নির্দেশ পাঠানো হয়েছে। সব মিলিয়ে ডেঙ্গি নিয়ন্ত্রণ আরও কড়াকড়ি হচ্ছে নবান্ন এমনটাই দাবি প্রশাসনিক কর্তাদের। 

Comments are closed.