ইউক্রেন নিয়ে কেন্দ্রের পাশে থাকার বার্তা মুখ্যমন্ত্রীর, চিঠি লিখলেন প্রধানমন্ত্রীকে  

ইউক্রেন পরিস্থিতি নিয়ে সোমবার প্রধানমন্ত্রীকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। রাজনৈতিক বিরোধিতা ভুলে কেন্দ্রের পাশে থাকার বার্তা দিয়েছেন তিনি। সেই সঙ্গে বাকি আটকে থাকা ভারতীয়দের দ্রুত দেশে ফিরিয়ে আনার আর্জি জানিয়েছেন মমতা। নবান্ন সূত্রে এমনটাই খবর। 

চিঠিতে মুখ্যমন্ত্রী লিখেছেন, যুদ্ধের বিরুদ্ধে ভারতের অবস্থান স্পষ্ট। এই পরিস্থিতিতে আমাদের দেশের মর্যাদা যাতে অক্ষুন্ন থাকে তা দেখতে হবে। সে দেশে আটকে পড়া ভারতীয়দের ফিরিয়ে আনার ব্যাপারে আমরা কেন্দ্রের পাশে আছি। চিঠিতে মুখ্যমন্ত্রী আরও উল্লেখ করেছেন, প্রয়োজনে কেন্দ্র সর্বদলীয় বৈঠক ডাকতে পারে। তাতে তিনি নিজে উপস্থিত থাকবেন। প্রধানমন্ত্রীকে তাঁর বার্তা, বিশ্বের সর্ব বৃহৎ গণতান্ত্রিক দেশ হিসেবে বিশ্ব শান্তি রক্ষায় ভারতকে অগ্রনী ভূমিকা নিতে হবে। 

উল্লেখ্য, ইতিমধ্যেই ইউক্রেন থেকে ভারতীয়দের ফিরিয়ে আনতে মিশন গঙ্গা শুরু করেছে কেন্দ্র। দফায় দফায় কয়েক হাজার ভারতীয়কে ইতিমধ্যেই দেশে ফিরিয়ে আনা হয়েছে। বাকিদের ফিরিয়ে আনতে সোমবার সকালেও জরুরি বৈঠক করেছেন প্রধানমন্ত্রী। জানা গিয়েছে, প্রবাসীদের ফিরিয়ে আনার ব্যাপারে আলোচনা করতে ইউক্রেন সীমান্তে যাচ্ছেন কয়েকজন কেন্দ্রীয় মন্ত্রী। 

Comments are closed.