কংগ্রেসের আইটি সেলের সঙ্গে যুক্ত ৬৮৭ টি ফেসবুক পেজ এবং অ্যাকাউন্টকে সরিয়ে দিল ফেসবুক কর্তৃপক্ষ।
ফেসবুক সাইবার সিকিউরিটি পলিসির প্রধান ন্যাথানিয়েল গ্লেচার সংবাদমাধ্যমকে জানান, এ পর্যন্ত ৬৮৭ টি পেজ ও অ্যাকাউন্ট সরিয়ে দেওয়া হয়েছে। লোকসভা ভোটের মুখে কংগ্রেসের হয়ে বিভিন্ন পোস্ট করা হত এই পেজ ও অ্যাকাউন্টগুলি থেকে। কিন্তু সংশিষ্ট পেজগুলির পরিচিতি ঘিরে বিভ্রান্তি ছিল বলে জানিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। প্রথমে ফেসবুক রিভিউ থেকে জানা যায়, সংশ্লিষ্ট পেজগুলি ভারতের জাতীয় কংগ্রেসের আই টি সেলের সম্পর্কযুক্ত এবং বেশিরভাগ প্রাইভেট অ্যাকাউন্টগুলির বিশ্বাসযোগ্যতা নিয়ে ধন্দ আছে।
যদিও ফেসবুকের পক্ষ থেকে জানানো হয়েছে, ওই পেজগুলিতে যে খবর বা বিষয়বস্তু পোস্ট করা হত সেগুলি সব যে ভুয়ো তা নয়, কিন্তু পেজগুলির ‘ইনঅথেনটিক বিহেভিয়ার’ এর ফলে সেগুলি বাতিল করা হয়েছে।
এর আগে বিভিন্ন দেশেই ফেসবুকের বিরুদ্ধে ব্যবহারকারীর তথ্য পাচারের অভিযোগ উঠেছে। তাই ভবিষ্যতে এমন ঘটনা ঠেকাতে বিভিন্ন বিধিনিষেধ আরোপ করেছে ফেসবুক সংস্থা। এমনকী লোকসভা ভোটের আগে কোনও রাজনৈতিক বিজ্ঞাপনের ক্ষেত্রেও স্বচ্ছতার জন্য নানা পদক্ষেপ নেওয়া হয়েছে।
যদিও,কংগ্রেসের পক্ষ থেকে এই বিষয়ে প্রতিক্রিয়া পাওয়া যায়নি এখনও পর্যন্ত ।
Comments are closed.