উত্তরপ্রদেশে কংগ্রেসের প্রার্থী তালিকায় উন্নাওয়ের নির্যাতিতার মা, প্রথম দফার তালিকা ঘোষণা প্রিয়াঙ্কার 

প্রিয়াঙ্কা গান্ধী আগেই ঘোষণা করেছিলেন, উত্তরপ্রদেশ বিধানসভা ভোটে প্রার্থীতালিকায় ৪০% থাকবে মহিলা প্রার্থী। প্রথম দফায় তালিকায় দেখা গেল প্রতিশ্রুতি পালন করেছেন প্রিয়াঙ্কা। বৃহস্পতিবার প্রথম দফায় ১২৫ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে কংগ্রেস। তবে এই তালিকায় নজর কেড়েছে উন্নাওয়ের নির্যাতিতার মা। 

২০১৭ সালে উন্নাওয়ের গণধর্ষণের শিকার তরুণীর মা’কে বিধানসভা ভোটে প্রার্থী করেছে কংগ্রেস। রাজনৈতিক মহলের মতে, যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি ঘটনা। সেই সঙ্গে ৪০% -এর ঘোষণা মোতাবেক ১২৫ জন প্রার্থীর মধ্যে ৫০ জনই রয়েছেন মহিলা প্রার্থী। এবং ৪০ জন দলের যুব শাখার প্রতিনিধি। তালিকায় রয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সলমন খুরশিদের স্ত্রী লুইস। 

২০১৭ সালের ৪ জুন চাকরির প্রতিশ্রুতি দিয়ে উন্নাওয়ের ওই কিশোরীকে ধর্ষণ করেছিলেন প্রাক্তন বিজেপি বিধায়ক কুলদীপ। বিষয়টি প্রকাশ্যে আসার পর সেসময় উত্তাল হয়ে উঠেছিল উত্তরপ্রদেশের রাজনীতি। মূখ্যমন্ত্রী যোগী আদিত্য নাথকে চিঠি লিখেও কোনও বিচার মেলেনি বলে অভিযোগ করেছিল নির্যাতিতার পরিবার। উল্টে নির্যাতিতার পরিবারকেই নানান ভাবে অত্যাচার করে বিধায়কের অনুগামীরা। বিচারের আশায় ২০১৮ সালে যোগী আদিত্যনাথের বাসভাবনের সামনে ধর্ণায় বসেন নির্যাতিতা ও তাঁর পরিবার। দেশজুড়ে সমালোচনার মুখে এই মামলা সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হয়। অবশেষে ২০১৯ সালে ডিসেম্বর মাসে ধর্ষণ কাণ্ডে দোষী সাব্যস্ত হয়ে সাজা পান কুলদীপ। 

তবে এখনও কুলদীপের স্ত্রী সঙ্গীতা উন্নাও জেলার প্রভাবশালী বিজেপি নেত্রী। এই আবহে নির্যাতিতার মা’কে প্রার্থী করা রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। 

Comments are closed.