মেসি বলেছিলেন ‘যোগ্যতাই’ নেই, সেই স্প্যানিশ রেফারিকে বাড়ি পাঠিয়ে দিল ফিফা 

ম্যাচ শেষে ফিফার উদ্দ্যেশে মেসি বলেছিলেন, এমন কাউকে ম্যাচ পরিচাললনার দায়িত্ব দেওয়া উচিত নয়, যে কাজটার যোগ্যই নয়। আর আর্জেন্টিনা বনাম নেদারল্যান্ডে ম্যাচের নায়ক গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেস বলেছিলেন ‘জঘন্য রেফারি’। সেমি ফাইনালে উঠলেও ম্যাচ রেফারি মাতেউ লাহোজের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দিয়েছিল নীল সাদা ব্রিগেড। জানা গিয়েছে, সেই বিতর্কিত স্প্যানিশ রেফারিকে আর দেখা যাবে না বিশ্বকাপে। তাঁকে বাকি ম্যাচ পরিচালনার দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে ফিফা। 

রেফারিকে নিয়ে মুখ খোলার কারণে মেসির বিরুদ্ধে ফিফা ব্যবস্থা নিতে পারে, এমন একটা সম্ভবনা তৈরি হয়েছিল। তবে সংবাদ সংস্থা সূত্রে খবর, মেসিদের অভিযোগের পর বারবার সেই কোয়ার্টার ফাইনালের ম্যাচের ভিডিও দেখেছে ফিফার ডিসিপ্লিনারি কমিটি। তাতেই নাকি দেখা গিয়েছে, মাতেউ বেশ কয়েকবার অন্যায্য ভাবে ফাউল দিয়েছে। এমনকী অতিরিক্ত টাইম ১০ মিনিট দেওয়া নিয়েও প্রশ্ন উঠেছিল। 

২০২২ কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা বনাম নেদারল্যান্ড ম্যাচটি রুদ্ধশ্বাসের পাশাপাশি বিতর্কিত ম্যাচ হিসেবেও চিহ্নিত হয়েছে। ম্যাচ শেষে আর্জেন্টিনার অধিকারককে দেখা গিয়েছিল এক্কেবারে অন্য মেজাজে। এই ‘অচেনা’ মেসিকে নিয়ে এখনও সরগরম গোটা বিশ্ব। এই আবহে ম্যাচ রেফারির ‘ছুটি’ নিয়ে ফের একবার চর্চার উঠে এল বিশ্বকাপের দ্বিতীয় কোর্য়াটার ফাইনাল।  

     

Comments are closed.