Corona: দেশে একদিনে সংক্রমিত প্রায় ৩ লক্ষ, মৃত ২ হাজার

লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমিতের সংখ্যা। দেশে একদিনে মৃতের সংখ্যা ২ হাজার ২৩। দৈনিক করোনা সংক্রমিতের সংখ্যা ২ লক্ষ ৯৫ হাজার।

দেশে এখনও পর্যন্ত মোট কোভিড সংক্রমিত হয়েছেন ১ কোটি ৫৬ লক্ষ ১৬ হাজার ১৩০ জন। প্রাণ হারিয়েছেন ১ লক্ষ ৮২ হাজার ৫৫৩ জন। একদিনে কোভিড সংক্রমিতের নিরিখে বিশ্বের প্রথম স্থানে ভারত। মোট সংক্রমিতের নিরিখে আমেরিকাকে টক্কর দিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে আমরা।

২-১৯ সালে বিশ্বব্যাপী এই ভাইরাস ছড়িয়ে পড়ার ১৪.১৮ কোটি মানুষকে সংক্রমিত করেছে। বিশ্বে প্রাণ হারিয়েছেন ৩০.২৭ লক্ষ।মার্কিন জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের সমীক্ষা অনুযায়ী ৮.১১ কোটি মানুষ সুস্থ হয়ে বাড়ি ফিরে এসেছেন।

Comments are closed.