গয়না বিক্রি করে সিয়াচেনে জওয়ানদের জন্য অক্সিজেন প্ল্যান্ট তৈরির উদ্যোগ দম্পতির

বিশ্বের উচ্চতম যুদ্ধক্ষেত্র সিয়াচেনে প্রহরারত জওয়ানদের জন্য অক্সিজেন প্ল্যান্ট তৈরি করতে নিজেদের সমস্ত গয়না বিক্রি করলেন পুনের দম্পতি যোগেশ ও সুমেধা চিহাদে। মোট এক লক্ষ ২৫ হাজার টাকা দান করেছেন ওই দম্পতি। যোগেশ ও সুমেধার সন্তানও সেনাবাহিনীতে কর্মরত। ওই দম্পতি সংবাদ সংস্থাকে জানিয়েছেন, ভারতীয় সেনাবাহিনীকে তাঁরা নিজেদের পরিবারের অংশ বলেই মনে করেন। যোগেশ ও সুমেধা জানিয়েছেন, সিয়াচেনের মত সীমান্তে জীবনের ঝুঁকি নিয়ে জওয়ানরা কাজ করেন, অত্যধিক উচ্চতার কারণে সেখানে সব সময় অক্সিজেনের অভাব অনুভূত হয়। তাই তাঁরা চান সিয়াচেনেই ১৩ হাজার ফুট উচ্চতায় গড়ে উঠুক অক্সিজেন প্ল্যান্টটি। ওই দম্পতির কথায় উচ্চতাজনিত সমস্যা ছাড়াও প্রচণ্ড ঠান্ডা, পরিবার- পরিজনদের কাছ থেকে অনেক দূরে থাকার কারণে সিয়াচেনে সীমান্ত প্রহরার কাজ সবসময় অত্যন্ত কঠিন। এই প্ল্যান্টটি তৈরি হলে প্রায় ন’হাজার জওয়ান উপকৃত হবেন। ১৯৯৯ সাল থেকে চ্যারিটেবল ট্রাস্ট গঠন করে ভারতীয় সেনাবাহিনীর উন্নতিকল্পে কাজ করে চলেছেন পুনের এই দম্পতি।

Leave A Reply

Your email address will not be published.