করোনা সংক্রমিত বিরাট কোহলি, ইংল্যান্ড পৌঁছানোর পরেই এই খবরে প্রস্তুতি ম্যাচ ঘিরে সংশয়

রবিচন্দ্রন অশ্বিনের পর কোভিড সংক্রমিত হলেন বিরাট কোহলি। ইংল্যান্ডের বিরুদ্ধে ১ জুলাই থেকে টেস্ট সিরিজ শুরু ভারতের। আর ইংল্যান্ডে পৌঁছেই কোভিড সংক্রমিত হলেন বিরাট কোহলি। তবে এখন সুস্থ আছেন বিরাট।

কয়েকদিন আগে স্ত্রী অনুষ্কা শর্মাকে নিয়ে মলদ্বীপে ঘুরতে গিয়েছিলেন বিরাট। ছুটি কাটিয়ে ফেরার পর করোনা সংক্রমিত হয়েছিলেন তিনি। ১৩ জুন তাঁরা দেশে ফিরেছিলেন। এরপর ১৬ জুন লন্ডনে পৌঁছয় টিম ইন্ডিয়া। এরপরই কোভিড সংক্রমিত হন বিরাট।  যদিও এ খবর সামনে আসার পর অনেকেই প্রশ্ন তুলছেন, মালদ্বীপ থেকে ফেরার কয়েকদিনের মধ্যে ইংল্যান্ড পাড়ি দেন কোহলি। তাহলে কোন সময় কোয়ারেন্টাইনে ছিলেন তিনি?

লেস্টারশায়ারের বিরুদ্ধে ২৪ জুন থেকে প্রস্তুতি ম্যাচ খেলার কথা ভারতের। সেই ম্যাচে খেলবেন না বিরাটরা। করোনা থেকে সেরে ওঠার পর ক্রিকেটারদের বেশি পরিশ্রম করা ঠিক হবে না বলে মনে করছে বিসিসিআই।

কয়েকদিন আগে রবিচন্দ্রন অশ্বিন কোভিড সংক্রমিত হয়েছিলেন। সেই কারণে দলের সঙ্গে ইংল্যান্ড যেতে পারেননি তিনি।

Comments are closed.