উদ্ধ্বার ব্ল্যাক বক্স, প্রকাশ্যে দুর্ঘটনার আগে কপ্টারের ভিডিও 

সেনার সবচেয়ে বিশ্বস্ত কপ্টার MI-17। শুধু সেনা সর্বাধিনায়ক নন, রাষ্ট্রপতি থেকে শুরু করে প্রধানমন্ত্রী প্রত্যেকে সওয়ার হয়েছেন এই কপ্টার। পাশাপাশি যুদ্ধ ক্ষেত্রেও অত্যন্ত বিধংসী রাশিয়ান এই কপ্টার। এধরনের একটি অত্যাধুনিক চপার ভেঙে পড়ায়, স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে। যান্ত্রিক ত্রুটি নাকি এর নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে? দুর্ঘটনার প্রায় ২২ ঘন্টা পর মিলেছে ব্ল্যাক বক্স। ব্ল্যাক বক্স পরীক্ষা করে দেখা হচ্ছে। ব্ল্যাক বক্স থেকে কপ্টারের ভেঙে পড়ার কারণ জানা যাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। 

এদিকে দুর্ঘটনার কিছু আগেই কপ্টারের একটি ভিডিও ভাইরাল হয়েছে। এক প্রত্যক্ষদর্শীর তোলা ওই ভিডিওতে দেখা যাচ্ছে,  MI-17 কপ্টারটি ঘন কুয়াশার মধ্যে হারিয়ে যাচ্ছে। প্রত্যক্ষদর্শীর দাবি, ভিডিওতে দেখা কপ্টারটিতেই সওয়ার ছিলেন দেশের প্রথম সিডিএস বিপিন রাওয়াত। 

উল্লেখ্য, কপ্টার দুর্ঘটনা নিয়ে এদিন সংসদে বিবৃতি দেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ। জেনারেল বিপিন রাওয়াত এবং স্ত্রীর প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেন রাজনাথ সিংহ। পাশাপাশি তিনি জানান, দুর্ঘটনার নেপথ্যের কারণ খুঁজে বের করতে তিন বাহিনীর যৌথ কমিটি তৈরীর নির্দেশ দিয়েছে বায়ু সেনা। তদন্ত কমিটির নেতৃত্ব দেবেন, এয়ার মার্শাল মানবেন্দ্র সিংহ।   


   

Comments are closed.