ধেয়ে আসছে ঘূর্ণি ঝড় ‘জওয়াদ’, ভারী বৃষ্টির পূর্বাভাস পশ্চিমবঙ্গে 

ঘূর্ণি ঝড় জওয়াদের জের। রাজ্যের একাধিক জেলায় ফের ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা তৈরি হয়েছে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে এমনটাই খবর। জানা গিয়েছে, রবিবার দুপুরে ওড়িশার উপকূলে আছড়ে পড়বে জওয়াদ। যার ফলে রাজ্যের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। বিশেষভাবে সতর্ক করা হয়েছে উপকূলের জেলাগুলিকে। 

আবহাওয়া দফতর জানাচ্ছে, রবিবার দুপুর নাগাদ ওড়িশার উপকূলে আছড়ে পড়বে জওয়াদ। যার ফলে শনিবার থেকে রাজ্যে বৃষ্টি শুরু হবে। ৪ তারিখ পূর্ব ও পশ্চিম মেদিনীপুর সহ উপকূলবর্তী জেলাগুলিতে অতি ভারী বৃষ্টির সম্ভবনা। সেই সঙ্গে হাওড়া, হুগলি, দুই চব্বিশ পরগনায় ভারী বৃষ্টির সম্ভবনা রয়েছে। ৫ তারিখ শক্তি বাড়িয়ে উপকূলে আছড়ে পড়বে জওয়াদ। ঐদিন উপকূলের জেলাগুলির পাশাপাশি হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনাতেও ভারী বৃষ্টি হবে। বৃষ্টির সম্ভবনা রয়েছে কলকাতাতেও। বর্তমানে জওয়াদ মধ্য পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে।  

আবহাওয়া দফতরের তরফে জেলাগুলিকে সতর্ক করা হয়েছে। এই কদিন সুমুদ্রে বেড়াতে যাওয়ার উপর নিষেজ্ঞা জারি রয়েছে। মৎসজীবিদেরও ফিরিয়ে আনা হচ্ছে। কলকাতা সহ ৭টি জেলায় এনডিআরেফ-এর টিম নামানো হয়েছে। এই কদিন বিদ্যুৎ দফতরের কন্ট্রোল রুম ২৪ ঘন্টা খোলা থাকবে বলে জানিয়েছে নবান্ন।   

Comments are closed.