ঘণ্টায় মৃত্যু ১০৯ জনের, ভারতে পরপর তিনদিন ৩ লাখ পার সংক্রমণ

মৃত্যুতেও নতুন রেকর্ড গড়ল ভারত

দেশে করোনার দ্বিতীয় ঢেউ দিন‌ দিন ভয়াবহ রূপ নিচ্ছে। পর পর তিন দিন দেশে ৩ লাখ পার করোনা সংক্রমণ। একদিনে নতুন করে সংক্রমিত প্রায় সাড়ে ৩ লাখ। মৃত্যুতেও নতুন রেকর্ড গড়ল ভারত। এদিন মৃত্যু হয়েছে ২,৬২৪ জনের।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের শনিবারের পরিসংখ্যান অনুযায়ী, ভারতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ৪৬ হাজার ৭৮৬ জন। শুক্রবার সেই সংখ্যাটা ছিল ৩ লক্ষ ৩২ হাজার ৭৩০ জন। বৃহস্পতিবার করোনায় দৈনিক সংক্রমণে সংখ্যা ছিল ৩ লক্ষ ১৪ হাজার ৮৩৫। অর্থাত্‍, প্রতিদিনই বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে সংক্রমিত হয়েছেন ৩ লক্ষ ৪৬ হাজার ৭৮৬ জন। মৃত্যু হয়েছে ২ হাজার ৬২৪ জন। অন্যদিকে রাজ্যে ২৪ ঘন্টায় সংক্রমিত হয়েছে ১২ হাজার ৮৭৬। রাজ্যে মৃত্যুর সংখ্যা দিনে দিনে বাড়ছে। গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ৫৯ জন।

দেশে বেলাগাম করোনা সংক্রমণ। করোনার দ্বিতীয় ঢেউয়ে দেশজুড়ে অক্সিজেনের সঙ্কট। এই অবস্থায় দ্রুত অক্সিজেন পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছে ভারতীয় রেল।

Comments are closed.