ছাড়পত্র পেল করোনার ওষুধ ভিরাফিন, শরীরে অক্সিজেনের ঘাটতি মেটাতেও কার্যকরী

করোনা চিকিৎসায় সুখবর। ছাড়পত্র পেল করোনার ওষুধ ভিরাফিন। ওষুধ প্রস্তুতকারী সংস্থা জাইডাস-ক্যাডিলার ওষুধ ভিরাফিনকে শুক্রবার ছাড়পত্র দেয় ড্রাগস কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া (DCGI)। গত ৫ এপ্রিল ভিরাফিনের ছাড়পত্র চেয়ে কেন্দ্রের কাছে আবেদন করে ওষুধ সংস্থাটি।

জাইডাসের পক্ষ থেকে দাবি করা হয়েছিল, করোনা সংক্রমিতদের চিকিৎসার ক্ষেত্রে এই ওষুধ ব্যবহার করে দেখা গেছে ৯১.১৫ শতাংশ সুস্থ হয়েছেন। এছাড়াও এই ওষুধ ব্যবহারে কোভিড আক্রান্তদের শ্বাসকষ্টের উপশম হবে বলে দাবি। সংস্থার দাবি, ট্রায়ালের সময় দেখা গেছে ভিরাফিন নেওয়ার পর অক্সিজেন সাপোর্টেরও প্রয়োজন হয়নি। অনেক বছর ধরে হেপাটাইটিস বি ও সি রোগীদের চিকিৎসায় ভালো ফল পাওয়া গিয়েছে এই ওষুধে।

গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে কোভিড সংক্রমিতের সংখ্যা ৩ লক্ষ ছাড়িয়েছে। মৃত্যু হয়েছে ২৩০০ জনের কাছাকাছি।

Comments are closed.