ওয়েস্ট ইন্ডিজে কোহলিদের উপর হামলার ছক, ই-মেল গেল পাক বোর্ডে! অ্যান্টিগায় কড়া নিরাপত্তার বেড়াজাল

ওয়েস্ট ইন্ডিজ সফররত ভারতীয় ক্রিকেট দলের উপর হামলা হতে পারে। এই আশঙ্কা প্রকাশ করে ই-মেল গেল পাক ক্রিকেট বোর্ডের কাছে! তড়িঘড়ি সেই ই-মেল পাক বোর্ড ফরওয়ার্ড করে ভারতীয় ক্রিকেট বোর্ডকে। বিসিসিআইয়ের তরফে যোগাযোগ করা হয় কেন্দ্রীয় সরকারের সঙ্গে। সঙ্গে সঙ্গে অ্যান্টিগায় ভারতীয় ক্রিকেট দলের নিরাপত্তা বাড়ানো হয়। তদন্ত শুরু হয় মেলের সত্যতা নিয়ে। এই প্রেক্ষিতেই জানা যায় ভুয়ো ই-মেল ছড়িয়ে আতঙ্ক তৈরি করার চেষ্টা হয়েছিল। তবে কোনও ঝুঁকি না নিয়ে ওয়েস্ট ইন্ডিজ সফররত কোহলি অ্যান্ড কোম্পানির নিরাপত্তা বাড়ানো হয়েছে।

সূত্রের খবর, পাকিস্তান ক্রিকেট বোর্ডের ইনবক্সে এই ই-মেল আসার সাথে সাথে পাক ক্রিকেট বোর্ডের তরফে তা পাঠিয়ে দেওয়া হয় আইসিসির কাছে। কপি যায় বিসিসিআইয়ের কাছেও। বিসিসিআইয়ের পক্ষ থেকে যোগাযোগ করা হয় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সঙ্গে। কেন্দ্রের তরফে সতর্ক করে দেওয়া হয় অ্যান্টিগায় ভারতীয় হাইকমিশনকে। বর্তমানে অ্যান্টিগায় রয়েছে ভারতীয় ক্রিকেট দল। কড়া নিরাপত্তার চাদরে কার্যত মুড়ে ফেলা হয়েছে কোহলিদের হোটেল, মাঠ ও আশপাশ। পাকিস্তান ক্রিকেট বোর্ড সূত্রে খবর, ই-মেলটিতে কোনও প্রেরকের নাম ছিল না। ফলে কোনও জঙ্গি সংগঠন নাকি কোনও অন্য কেউ এই মেলটি পাঠিয়েছে তা বোঝা যাচ্ছে না। তদন্তে তা বোঝা সম্ভব হবে বলে জানা গিয়েছে। তবে ই-মেলটি যে ভুয়ো তা নিয়ে কার্যত নিশ্চিত প্রশাসন।

Comments are closed.