সাংসদ দলের প্রতিনিধি হিসেবে জাপানে অভিষেক, তীব্র সমালোচনা পাকিস্তানের

কাশ্মীরে জঙ্গি হামলার পর অপারেশন সিন্দুরের প্রচার ও সন্ত্রাসবাদে পাকিস্তানের মদত দেওয়ার তথ্য বিভিন্ন দেশকে জানাতে সাংসদদের নিয়ে সাতটি দল গঠন করা হয়েছে। সাতটি দলে থাকা সাংসদরা যাচ্ছেন বিভিন্ন দেশে। সেখানে গিয়েই পাকিস্তানের মুখোশ খুলে দিচ্ছেন ভারতীয় সাংসদরা। তেমনই একটি দলে রয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।

তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় গিয়েছেন জাপানের টোকিওতে। সেখানে গিয়ে নানা বৈঠক করেছেন অভিষেক। পাকিস্তানের আসল রূপ তুলে ধরেছেন তৃণমূল সাংসদ। শনিবার টোকিওতে জাপানে বসবাসকারী ভারতীয়দের সঙ্গে একটি বৈঠক ছিল। সেই বৈঠকেই বিশেষ বার্তা দিয়েছেন তিনি।

অভিষেক বলেন, পহলগাঁওতে হামলার পর জঙ্গিদের দমনের জন্য আমরা ১৪ দিন সময় দিয়েছিলাম পাকিস্তানকে। ভেবেছিলাম পাক সরকার দোষীদের খুঁজে বের করে উপযুক্ত পদক্ষেপ নেবে। তারপরেই ভারত প্রত্যাঘাত করে। যার ফলে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে থাকা ৯টি জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয়। কোনও সাধারণ নাগরিকের ক্ষতি হয়নি এই প্রত্যাঘাতে। ভারত শুধুই জঙ্গি ও তাদের ঘাঁটি ধ্বংস করেছে। আমরা বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি হয়ে এসেছি। কিন্তু আমাদের উদ্দেশ্যে এক। দেশের জন্য আমরা সবাই এক।
অভিষেক বলেন, যদি সন্ত্রাসবাদ পাগলা কুকুর হয়, তবে পাকিস্তান তাকে লালন পালন করছে। বিশ্বের সকলকে একজোট হয়ে ওই পাগলা কুকুরের লালন পালনকারীকে প্রতিরোধ করতে হবে।

Comments are closed.