জাপানকে টপকে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতির দেশে পরিণত হল ভারত

জাপানকে টপকে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতিতে পরিণত হল ভারত। একথা জানিয়েছেন নীতি আয়োগের সিইও বিভি আর সুব্রহ্মণ্যম।

শনিবার ছিল নীতি আয়োগের দশম কাউন্সিলের বৈঠক। সেখানে এই খবর দেন বিভি আর সুব্রহ্মণ্যম। তিনি বলেন, এই মুহূর্তে ভারত বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি। যার পরিমাণ ৪ ট্রিলিয়ন ডলার (প্রায় ৪ লক্ষ কোটি ডলার)। আন্তর্জাতিক ক্ষেত্রে বিভিন্ন দেশের সঙ্গে পারস্পরিক সম্পর্ক রক্ষায় ভারতের অর্থনৈতিক পরিবেশ ইতিবাচক রয়েছে। এখন শুধুমাত্র আমেরিকা, চিন ও জার্মানি ভারতের থেকে অর্থনীতিতে বড়।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বহুবার বলেছেন ভারত আগামী কয়েক বছরের মধ্যে তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশে পরিণত হবে।

Comments are closed.