পঞ্চায়েত ভোটে তৃণমূল ও বিজেপিকে হারানোর আহ্বান বুদ্ধদেব ভট্টাচার্যের

অসুস্থ অবস্থায় বাড়িতে বসেই পঞ্চায়েত ভোট নিয়ে বিবৃতি দিলেন রাজ্যের প্রাক্তণ মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। সেই বিবৃতিতে সিপিএমসহ সমস্ত বাম কর্মী সমর্থককে ঐক্যবদ্ধ হয়ে রাজ্যে শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে লড়াইয়ের ডাক দিলেন তিনি। লিখিত বিবৃতিতে বুদ্ধদেব্বাবু জানিয়েছেন, তিনি ছ’মাস ধরে অসুস্থ। গৃহবন্দি। মিটিং, মিছিলে যেতে পারেন না। কিন্তু পঞ্চায়েত নির্বাচনের লড়াই থেকে তাঁর দলের কর্মীদের সরিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। তাই তিনি উদ্বিগ্ন।
বুদ্ধদেববাবু জানান, ‘জনগণের স্বাধীন অধিকার কেড়ে নিয়েছে শাসক দলের কর্মীরা। ভয়ঙ্কর দুর্ণীতির আশ্রয় নিয়েছে। আমরা এই অস্থার পরিবর্তন চাই।’ রাজ্যের প্রাক্তণ মুখ্যমন্ত্রীর আহ্বান, ‘রাজ্যের শাসক দলকে যেমন পরাস্ত করতে হবে, তেমনই বিজেপির জয়ের কলঙ্ক থেকে পশ্চিমবঙ্গকে মুক্ত রাখতে হবে। আমার আবেদন, প্রতিটি কেন্দ্রে, প্রতিটি বুথে জনসমর্থনকে শক্ত জমির ওপর দাঁড় করান। আমি বামপন্থা ও মানুষের শক্তিতে বিশ্বাসী।

Leave A Reply

Your email address will not be published.