পুড়ছে দিল্লি! নাগরিকদের বাইরে বেরোতে নিষেধ মৌসম ভবনের, কেরলে ভারী বৃষ্টির সতর্কতা

প্রবল দাবদাহে পুড়ছে দিল্লি। তাপমাত্রা ৪৯ ডিগ্রি থেকে ৫০ ডিগ্রিতে ঘোরাফেরা করছে। এই অবস্থায় দিল্লিবাসীকে বাড়িতে থাকার পরামর্শ দিয়েছে মৌসমভবন। রবিবার দিল্লির সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৯ ডিগ্রি সেন্টিগ্রেড। সোমবারও তাপমাত্রা ৪৯ ডিগ্রি সেলসিয়াস।

দিল্লির পাশাপাশি উত্তরপ্রদেশ, রাজস্থানেও প্রবল তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। দিল্লির মৌসমভবন থেকে বিবৃতি জারি করে বলা হয়েছে,পশ্চিম রাজস্থান, মধ্যপ্রদেশ, পাঞ্জাব, উত্তরপ্রদেশ, হরিয়ানা ও দিল্লিতে আগামী কয়েকদিন সর্বোচ্চ তাপমাত্রা ৪৫ ডিগ্রি থেকে ৫০ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে।

রবিবার দিল্লির সফদরগঞ্জে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৫.‌৬ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে মুঙ্গেশপুর ও নজফগড়ে সর্বোচ্চ তাপমাত্রা ছিল যথাক্রমে ৪৯.‌২ ও ৪৯.‌১ ডিগ্রি সেলসিয়াস। রবিবার উত্তরপ্রদেশের বুন্দেলখণ্ডের বান্দা জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ৪৯ ডিগ্রি ছিল। রাজস্থানেও তাপমাত্রা ৪৭ থেকে ৪৮ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করছে। মৌসমভবন অতি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বেরতে বারণ করা হয়েছে নাগরিকদের।

উত্তর ভারত যখন গরমে বেসামাল, দক্ষিণের বেশ কিছু অংশে কিন্তু রবিবার ভারী বৃষ্টি হয়েছে। আগামী কয়েকদিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কেরল ও লাক্ষাদ্বীপে। ভারী বৃষ্টির জেরে কেরলের এর্ণাকুলাম, ইদুক্কি, ত্রিশূর, মালাপ্পুরম, কোজিকোড়ে রেড অ্যালার্ট জারি করা হয়েছে।

Comments are closed.