দূষিত শহর/জেলার তালিকায় প্রথম দশে নেই রাজ্যের কোনও শহর, দিল্লি সেই শীর্ষে 

ন্যাশনাল ক্লিন এয়ার প্রোগ্রাম বা NCAP-রিপোর্টে দূষিত শহরের এক থেকে দশের তালিকায় পশ্চিমবঙ্গের কোনও শহরের নাম নেই। যা স্বভাবিককারণেই স্বস্তি দিয়েছে রাজ্যবাসীকে। তবে গত বছরের মতো ২০২৩-এও দেশের মধ্যে বায়ু দূষণের নিরিখে শীর্ষে দিল্লি। তবে ২০১৯-এ NCAP- এর রিপোর্টে দেখা গিয়েছিল, দূষিত শহর/জেলার তালিকায় বাংলার তিনটে শহর ছিল। ওই রিপোর্টে হাওড়া ছিল সাত নম্বরে, আসানসোল ৯ এবং কলকাতা ১০ নম্বরে। 

দেশের কোনও শহরের বায়ু দূষণ কতটা, বাতাস কতখানি ক্ষতিকারক তা খুঁটিয়ে দেখে প্রতি বছরই একটি রিপোর্ট প্রকাশ করে NCAP। যাতে দেখা গিয়েছে, শহরগুলির মধ্যে সব থেকে বিষাক্ত রাজধানীর বাতাস। মূলত বাতাসে ভাসমান ধূলিকণা, দূষিত গ্যাসের নিরিখে দিল্লিই দেশের অন্যান্য শহরগুলোর নিরিখে এগিয়ে। এদিকে গতবারের তুলনায় কলকাতা, আসানসোল বা হাওড়ার বাতাসের গুনগত মান অনেকটাই উন্নত হয়েছে। 

Comments are closed.