গ্যাস বেলুনে বাঁধা কুকুর উড়ছে আকাশে! দিল্লিতে গ্রেফতার ইউটিউবার

২১ মে কুকুরকে আকাশে ওড়ানোর ভিডিওটি ইউটিউব চ্যানেলে পোস্ট করেন

তার সখ ছিল কুকুরকে আকাশে ওড়াবেন। আর সেই ভিডিও ভাইরাল হবে। পাবেন প্রচুর লাইক, এন্তার হিট! কিন্তু শেষরক্ষা হল না। গ্যাস ভরা বেলুনের সঙ্গে কুকুরকে বেঁধে হাওয়ায় ওড়ানোর অভিযোগে দিল্লি পুলিশ এক ইউটিউবারকে গ্রেফতার করল।

৩২ বছরের গৌরব শর্মা তার কুকুরকে গ্যাস বেলুনের সঙ্গে বেঁধে আকাশে উড়িয়েছিলেন। সেই ভিডিও তিনি নিজেই প্রকাশ করেন। ২১ মে তিনি এই ভিডিওটি নিজের ইউটিউব চ্যানেলে পোস্ট করেন। ইউটিউবে বেশ জনপ্রিয়তা আছে গৌরব শর্মার। ৪.১৫ মিলিয়ন মানুষ তার চ্যানেলের সাবস্কাইবার। কিন্তু এই ভিডিও পোস্ট করার পরেই সমালোচনার ঝড় উঠতে শুরু করে। সমালোচনার মুখে পড়ে তিনি ভিডিওটি সরিয়ে ফেলেন এবং লেখেন সমস্ত সুরক্ষিত ব্যবস্থা অবলম্বন করেই তিনি ওই ভিডিও বানিয়েছেন। তাঁর নামে মালব্য নগর থানায় অভিযোগ দায়ের হয়।

ভিডিওয় দেখা যাচ্ছে, গৌরব শৰ্মা তাঁর কুকুরকে গ্যাস বেলুনে বেঁধে আকাশে উড়িয়ে দিচ্ছেন। সেটি উড়তে উড়তে বিল্ডিঙের দ্বিতীয় তলা পর্যন্ত চলে যায়। সেইসময় এক মহিলা গৌরবকে উৎসাহ দিচ্ছিলেন!

দক্ষিণ দিল্লির ডিসিপি অতুল কুমার ঠাকুর জানিয়েছেন, কুকুরের জীবন বিপন্ন করে গৌরব শর্মা ওই ভিডিওটি বানিয়েছেন। তাই তাঁর নামে অভিযোগ দায়ের করা হয়েছে।

Comments are closed.