দিল্লিতে রাহুল প্রিয়াঙ্কার সঙ্গে বৈঠকে পিকে

রাহুল গান্ধীর বাড়িতে বৈঠক সারলেন ভোটকুশলী প্রশান্ত কিশোর। বৈঠকে উপস্থিত ছিলেন প্রিয়ঙ্কা বঢরা ও ও কে সি বেণুগোপাল।

সামনের বছর পাঞ্জাব ও উত্তরপ্রদেশে বিধানসভা ভোট। এরআগে রাহুল গান্ধীর বাড়িতে পিকের বৈঠক বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। পাঞ্জাবে প্রশান্ত কিশোরকে ভোটকুশলী হিসেবে নিয়োগ করেছে কংগ্রেস। পাঞ্জাবে নিজেদের ক্ষমতা ধরে রাখতে মরিয়া কংগ্রেস। কিছু দিন আগে পাঞ্জাবের মুখ্যমন্ত্ৰী অমরেন্দ্র সিংহের সঙ্গে বৈঠক করেছেন প্রশান্ত কিশোর। এনসিপি নেতা শরদ পাওয়ারের সঙ্গেও বৈঠক হয়েছে পিকের। বিজেপি বিরোধী মহাজোটের লক্ষ্যে প্রশান্ত কিশোরের এই বৈঠক বলেই মনে করছে রাজনৈতিক মহল।

কয়েক দিন ধরে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরেন্দ্র সিংহ ও বিজেপি ছেড়ে কংগ্রেসে আসা নেতা নভজ্যোৎ সিংহ সিধুর মধ্যে একটা দুরত্ব তৈরি হয়েছে। এই অবস্থায় প্রশান্ত কিশোরের সঙ্গে রাহুল গান্ধীর বৈঠক যথেষ্ট গুরুত্বপূর্ণ।

অন্যদিকে উত্তরপ্রদেশ ভোটে একাই লড়বে কংগ্রেস বলে আগেই জানিয়ে দিয়েছে। আর এই বৈঠকে উপস্থিত ছিলেন উত্তরপ্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী।

বাংলায় তৃতীয় বারের জন্য তৃণমূলের জয়ের পিছনে ভোটকুশলী প্রশান্ত কিশোরের অবদান আছে। দিল্লিতেও বিধানসভা নির্বাচনে অরবিন্দ কেজরীওয়ালকে দ্বিতীয়বার ক্ষমতায় আনার পিছনে বড় ভূমিকা ছিল পিকের। এবার পাঞ্জাবে ফের ক্ষমতায় আসতে মরিয়া কংগ্রেস।

Comments are closed.