ত্রিপুরা পৌঁছলেন ডেরেক, যাচ্ছেন কাকলিও, শুক্রবার আগরতলায় অভিষেক ব্যানার্জি

বৃহস্পতিবার ত্রিপুরায় পৌঁছলেন সাংসদ ডেরেক ও’ ব্রায়েন। এদিনই আগরতলায় যাবেন তৃণমূলের আরেক সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। তবে বৃহস্পতিবারের বদলে শুক্রবার আগরতলায় যাবেন অভিষেক ব্যানার্জি।

এদিন আগরতলায় পৌঁছে ডেরেক জানান, গোটা দেশ জুড়ে যা শুরু করেছে মোদী-শাহ অত্যন্ত নিন্দাজনক। বাংলায় হারের পর তৃণমূল ত্রিপুরায় পা দিচ্ছে, তার আগেই ভয়ে কাঁপছে বিজেপি। খেলা এখনও শুরু হল না, এর আগেই এত ভয় পাচ্ছে বিজেপি।

ত্রিপুরায় তৃণমূলের হয়ে সমীক্ষা চালাতে গিয়ে বিপ্লব দেব সরকারের নজরবন্দি হন পিকের আইপ্যাকের ২৩ জম সদস্য। হোটেলে তাঁদের বন্দি করে রাখা হয়। বুধবার আগরতলায় যান ব্রাত্য বসু, ঋতব্রত ব্যানার্জি আর মলয় ঘটক। কোভিদের অজুহাতে তাঁদের হেনস্থা করা হয়। ব্রাত্য বসু জানান, দিল্লি থেকে ত্রিপুরার ফিকে নজর রাখছেন মমতা ব্যানার্জি। তিনিও আসতে পারেন ত্রিপুরায়। তিনি জানান, বাংলায় ভোটের আগে ও পরে দিল্লি থেকে অনেক নেতা, মন্ত্রী এসেছেন। কিন্তু মমতা ব্যানার্জি তাঁদের হোটেলবন্দি করে রাখেন নি। তাঁদের ওপর নজরদারি চালাননি। কারণ তিনি জানতেন ক্ষমতায় আসছে তৃণমূলই।

Comments are closed.