চোট নিয়েও কমনওয়েলথ গেমস সিঙ্গলসে সোনা জিতলেন পিভি সিন্ধু

কমনওয়েলথ গেমসে সোনা পেলেন পিভি সিন্ধু। মহিলাদের সিঙ্গলসে কানাডার কানাডার মিশেল লি-কে ২১-১৫, ২১-১৩-তে হারিয়ে সোনা জিতলেন। অলিম্পিক্সে দুবারের পদকজয়ী পিভি সিন্ধু এই প্রথম কমনওয়েলথ গেমসে সোনা জিতলেন। কোয়ার্টার ফাইনালে তিনি মালয়েশিয়ার গোহ জিন উইকে পরাস্ত করেছিলেন। সেমিফাইনালে সিঙ্গাপুরের ইয়ো জিয়া মিনকে পরাস্ত করেছিলেন।

এর আগে ২০১৪ কমনওয়েলথ গেমসেও পদক জয় করেছিলেন পিভি সিন্ধু। সিঙ্গলসে ব্রোঞ্জ পেয়েছিলেন তিনি। ২০১৮ সালের গোল্ড কোস্ট কমনওয়েলথ গেমসেও রুপো জিতেছিলেন সিন্ধু। বিশ্ব চ্যাম্পিয়নশিপের সিঙ্গলসে সোনা সহ পাঁচটি পদক জিতেছেন তিনি।

উল্লেখ্য, এই বছর কমনওয়েলথ গেমসে রুপো পেয়েছে ভারতীয় মহিলা ক্রিকেট টিম।  ই প্রথমবার মহিলা ক্রিকেটের আয়োজন করা হয়েছিল। আর ভারতীয় মহিলা ক্রিকেট দল এই কমনওয়েলথেই রূপো পেয়েছিলেন। ফাইনাল ম্যাচে মাত্র ৯ রানে হেরে সোনা হাতছাড়া হয়। অন্যদিকে ব্রোঞ্জ পেয়েছে মহিলা হকি টিম।

Comments are closed.