JEE-Main পরীক্ষার ফলপ্রকাশ, ২৪ জন ১০০ তে ১০০, টপার শ্রেনিক কেরিয়ার গড়তে চান গণিতে

সোমবার প্রকাশিত হয়েছে JEE মেইন ২০২২ এর ফলাফল। এই পরীক্ষার আয়োজক সংস্থা ন্যাশনাল টেস্টিং এজেন্সির (এনটিএ) তরফে আনুষ্ঠানিকভাবে এদিন সকালে ফলাফল ঘোষণা করা হয়। এই বছর ৬.২৯ লক্ষ পড়ুয়া JEE মেইন পরীক্ষায় বসেন। এই বছর ২৪ জন একশোর মধ্যে একশো পেয়েছেন। আর তাঁদের মধ্যে একজন হল অমরাবতীর বাসিন্দা শ্রেনিক মোহন সাকালা।

শ্রেনিক ১০০ শতাংশ নম্বর পেয়েছেন। সে অমরাবতীর মহাঋষি পাবলিক স্কুলের ছাত্র। গণিত নিয়ে ভবিষ্যতে কেরিয়ার গড়তে চান শ্রেনিক। IIT মুম্বই বা দিল্লিতে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়তে চান শ্রেনিক। সিবিএসই দ্বাদশ শ্রেণির পরীক্ষায় শ্রেনিক পদার্থবিদ্যা এবং রসায়নে ৯৯ শতাংশ, গণিতে ৯৮ শতাংশ নম্বর পেয়েছিলেন। কোভিড কালে অনলাইন ক্লাস তাঁকে আরও ভালোভাবে পড়াশোনা চালানোর জন্য সাহায্য করেছিল বলেই জানিয়েছেন শ্রেনিক। অনলাইন ক্লাস আমার যাতায়াতের সময় বাঁচিয়েছিল এবং সুবিধামত বাড়িতে পড়াশোনা করার জন্য সাহায্য করেছে। এরআগেও স্কুলের দশম শ্রেণির পরীক্ষায় টপার হয়েছিলেন শ্রেনিক। ৯৮.৪ শতাংশ নম্বর পেয়েছিলেন তিনি। IGCSE থেকে CBSE বোর্ডে যাওয়ার পর তিনি JEE মেইন পরীক্ষার জন্য আরও ভালোভাবে প্রস্তুতি নিতে পেরেছিলেন।

এখনও পর্যন্ত দুটি স্কলারশিপ পেয়েছেন শ্রেনিক। একটি হল কিশোর বৈজ্ঞানিক প্রোটসাহন যোগান বৃত্তি (যা সরকার এখন বন্ধ করে দিয়েছে) এবং ন্যাশনাল ট্যালেন্ট সার্চ এক্সাম স্কলারশিপ যেটা ২ বছর আগে পেয়েছিলেন তিনি। একাদশ ও দ্বাদশ শ্রেণিতে সে ১৫ হাজার যেটা দিয়ে সে JEE কোচিং ক্লাস করেছিল। পরের চার বছরের জন্য তিনি ২৫ টাকা পাবেন। তাঁর বাবা কৃষি সংক্রান্ত ব্যবসা করেন এবং তাঁর মা একজন গৃহবধূ।

Comments are closed.