৯ ঘন্টার জেরার জেরে উনি আবোল তাবোল কথা বলছেন, অভিষেককে পাল্টা কটাক্ষ দিলীপ ঘোষের  

সোমবার ইডির দফতর থেকে বেরিয়ে বিস্ফোরক দাবি করেছিলেন অভিষেক ব্যানার্জি। ম্যারাথন জেরা শেষে তৃণমূল সাংসদ সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, এখনও পর্যন্ত ২৫ জন বিজেপি বিধায়ক তৃণমূলের সঙ্গে যোগাযোগ রেখেছেন। তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদকের এই দাবি নিয়ে পাল্টা কটাক্ষ ছুঁড়ে দিলেন বিজেপির রাজ্য সভাপতি। 

২৫ জন বিধায়কের দলত্যাগের সম্ভবনা নিয়ে বলতে গিয়ে দিলীপ ঘোষ বলেন,  ৯ ঘন্টা জেরার মুখোমুখি হওয়ার পর অনেকেই আবোল তাবোল বলেন, উনিও তাই করছেন। পাল্টা তৃণমূল নেতাদেরই দুর্নীতিবাজ বলে তোপ দাগেন বিজেপি সাংসদ। তিনি আরও বলেন, আমাদের দলেও অনেক নেতা এসে বলেছিলেন একশো-দেড়শোজন তৃণমূল নেতা দল ছাড়বেন। বাস্তবে কী হয়েছে সবাই জানে। অভিষেককে তাঁর খোঁচা, আগে ওনাদের বিধায়ক, সাংসদ ইডি, সিবিআই থেকে বাঁচুক। তারপর আমাদের বিধায়কদের নিয়ে ভাববেন।  

উল্লেখ্য, ভোটের ফল প্রকাশের পরেই বিজেপি ছাড়ার প্রবণতা শুরু হয়েছে। সম্প্রতি পরপর তিন বিজেপি বিধায়ক দল ছেড়ে তৃণমূল যোগ দিয়েছেন। এই আবহে অভিষেকের মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তীব্র আলোচনা শুরু হয়েছে। 

ঘাসফুল শিবিরের দাবি, ভোটের পর অজস্র বিজেপি বিধায়ক তৃণমূলের সঙ্গে যোগাযোগ রেখেছেন। শাসক শিবিরের কটাক্ষ, দিলীপ ঘোষ প্রকাশ্যে যাই বলুক অভিষেক ব্যানার্জির মন্তব্য বিজেপিকে চিন্তায় ফেলেছে।

Comments are closed.