মাথা ব্যথা হলেই চটপট দোকান থেকে কিনে স্যারিডন খেতেন। এবার থেকে আর তা হবে না। কেন্দ্রীয় সরকারের নির্দেশে বৃহস্পতিবার থেকে দেশে নিষিদ্ধ হয়ে গেল স্যারিডনসহ ৩২৮ টি নামী ওষুধের বিক্রি। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের জারি করা নির্দেশিকা অনুযায়ী, এবার থেকে এই ওষুধগুলির উৎপাদন ও বিক্রি সম্পূর্ণভাবে নিষিদ্ধ। বাতিল হওয়া ওষুধের তালিকায় পিরামল গ্রুপের স্যারিডন ছাড়াও রয়েছে অ্যালকেম এ ল্যাবরেটরির ট্যাক্সিম এ জেড এর মতো অ্যান্টিবায়োটিক ও ম্যাকলয়েড ফার্মার প্যান্ডার্ম প্লাস মলম যেগুলি বাজারে বহুল প্রচলিত। নিষিদ্ধ হওয়া ওষুধগুলি ফিক্সড ডোজ কম্বিনেশনের। অর্থাৎ দু’টি বা তিনটি ওষুধ নির্দিষ্ট অনুপাতে মিশিয়ে এগুলি তৈরি করা হয়। তাই কেন্দ্রীয় সরকারের যুক্তি, একটি ওষুধের প্রয়োজন হলে এই ওষুধের মাধ্যমে রোগীকে কার্যত দুই বা তিন ধরনের ওষুধ খেতে হচ্ছে। যা শরীরের পক্ষে ক্ষতিকারক ও নানা পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে।
২০১৬ সালে এই সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্র। কিন্তু তখন এর প্রতিবাদ জানায় ওষুধ প্রস্তুতকারী সংস্থাগুলি। এরপর বিষয়টি বিশেষজ্ঞ কমিটির কাছে পাঠানো হয়। সম্প্রতি ওই কমিটিও এই ওষুধগুলি নিষিদ্ধকরণের পক্ষেই রায় দেয়। মনে করা হচ্ছে, এর ফলে বাজার থেকে প্রায় ৬০০০ ব্র্যান্ডের ওষুধ তুলে নিতে হবে প্রস্তুতকারীদের। যেগুলির আনুমানিক মূল্য দুই থেকে তিন হাজার কোটি টাকা। সরকারের উদ্যোগকে স্বাগত জানিয়েছে অল ইন্ডিয়া ড্রাগস অ্যাকশন নামের সংগঠন। তবে এরম আরও ক্ষতিকারক ওষুধ বাজারে রয়েছে বলে তাদের দাবি।
You may also like
- 16 Feb 2019
- 172
- নিজস্ব প্রতিনিধি
উদ্বোধনেই মুখ থুবড়ে পড়ল দ্রুতগতির বন্দে ভারত এক্সপ্রেস
Read more- 15 Feb 2019
- 114
- নিজস্ব প্রতিনিধি
পাকিস্তানকে তীব্র আক্রমণ মোদীর
Read more