Bird Flu: ২ হাজার কড়কনাথ মুরগির অর্ডার বাতিল করলেন ধোনি

বার্ড ফ্লুর দাপট কমলে আবার নতুন করে মুরগির অর্ডার করা হবে

করোনার প্রকোপ কমার আগেই বার্ড-ফ্লু’র হানা। ইতিমধ্যেই দেশের ৯ রাজ্যে বার্ড-ফ্লু হানায় প্রায় ২ হাজার পাখির মৃত্যু হয়েছে। এর মধ্যেই জানা গেল কড়কনাথ মুরগির অর্ডার বাতিল করে দিয়েছেন মহেন্দ্র সিংহ ধোনি।

রাঁচির সেম্বো গ্রামের রিং রোডে ৪৩ একর এলাকা নিয়ে ধোনির ফার্ম হাউস। এখানে ১০ একর জমিতে চাষবাস করেন এমএসডি। অর্গানিক পদ্ধতিতে লিচু, বাঁধাকপি, টমেটো, পেঁপে, ব্রকোলি, কড়াইশুঁটি চাষ হয় ধোনির ফার্মে। উৎপাদিত ফসল বিদেশেও যায়। সেপ্টেম্বর মাসে মুরগির ফার্ম করার সিদ্ধান্ত নেন ক্যাপ্টেন কুল। সেই মত অর্ডার যায় মধ্যপ্রদেশের বাবুয়া জেলার মুরগির ফার্মে। নভেম্বরে প্রথম দফায় ২ হাজার কড়কনাথ মুরগি পৌঁছয় ধোনির ফার্মে। ডিসেম্বরে ফের অর্ডার করা হয় আরও ২ হাজার কড়কনাথ মুরগির। কিন্তু অর্ডার হস্তান্তরের ঠিক আগে দেশে শুরু হয় বার্ড ফ্লু। তারপরই মুরগির অর্ডার বাতিল করার সিদ্ধান্ত নেন মহেন্দ্র সিংহ ধোনি। 

বার্ড ফ্লুর দাপট কমলে আবার নতুন করে মুরগির অর্ডার করা হবে বলে এমএসডির ফার্ম সূত্রে খবর। 

খেলা ছেড়ে নিজের ফার্ম হাউস নিয়েই মেতে আছেন ভারতের সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক। সেখানে যেমন অর্গানিক পদ্ধতিতে চাষবাস করেন ধোনি তেমনই রয়েছে পশুপালনের ব্যবস্থাও। সম্প্রতি সেখানেই মুরগির খামার করার ইচ্ছে প্রকাশ করেছিলেন ক্যাপ্টেন কুল। গত বছর নভেম্বর থেকে সেই কাজও চলছে ধোনির সেম্বো গ্রামের খামার বাড়িতে। নিয়মিত খামারের পরিচর্চা করেন দু’বার বিশ্বকাপজয়ী অধিনায়ক।   

Comments are closed.