ই-গীতা, প্রধানমন্ত্রীর ছবি সহ ১৯টি উপগ্রহ পাঠাল ISRO

১৮ টি উপগ্রহের মধ্যে চারটি IN-SPACe এবং ১৪ টি ইসরোর উপগ্রহ।

রবিবার সকাল ১০.২৪ মিনিটে শ্রীহরিকোটা মহাকাশ গবেষণা কেন্দ্র থেকে ব্রাজিলের আমাজোনিয়া-১ সহ ১৯টি উপগ্রহ PSLV-C51 রকেটে করে ইসরোর তত্ত্বাবধানে মহাকাশের উদ্দেশ্যে উৎক্ষেপণ করা হয়। এই প্রথমবার ব্রাজিলের তৈরি কোন উপগ্রহ মহাকাশে পাঠানো হল।

ব্রাজিলের আমাজোনিয়া-১ মহাকাশে উৎক্ষেপণের উদ্দেশ্য, এই উপগ্রহটি আমাজনের বনাঞ্চল নিরীক্ষণ এবং ব্রাজিলের বৈচিত্র্যময় কৃষিক্ষেত্রে বিশ্লেষণের জন্য পাঠানো হয়েছে।

ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন (ISRO) জানিয়েছে, PSLV-C51 রকেটে ১৮ টি উপগ্রহ ছাড়াও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি ছবির এবং গীতার ডিজিটাল কার্ডের ভার্সন মহাকাশযানে টপ প্যানেলে পাঠানো হয়েছে। স্পেস কিডজ ইন্ডিয়া জানিয়েছে, প্রধানমন্ত্রী আত্মনির্ভর ভারতকে প্রতীক করেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ১৮ টি উপগ্রহের মধ্যে চারটি IN-SPACe এবং ১৪ টি ইসরোর উপগ্রহ অন্তর্ভুক্ত করেছে।

Comments are closed.