কল্যাণীর মাঠ নিয়ে অসন্তোষ ইস্টবেঙ্গলের ফুটবলারদের, তবু জয় দিয়ে আই লিগ শুরু করতে চান আলেজান্দ্রো

আই লিগ শুরু হয়ে গেছে। মাঠে নেমে পড়েছে কলকাতার এক প্রধান মোহনবাগান। প্রথম ম্যাচে জয় পায়নি কিবুবাহিনী‌। বুধবার আই লগের প্রথম ম্যাচে মাঠে নামছে কলকাতার অন্য প্রধান দল ইস্টবেঙ্গল। প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ রিয়াল কাশ্মীর এফসি। আর প্রথম ম্যাচে মাঠে নামার আগে ইস্টবেঙ্গলে বিতর্ক। বিতর্কের কেন্দ্রবিন্দুতে কল্যাণীর মাঠ। কল্যাণীতে খেলার বিষয়ে আগেই নিজের ক্ষোভ উগরে দিয়েছিলেন ইস্টবেঙ্গলের স্প্যানিশ ডিফেন্ডার মার্তি ক্রেসপি। যুবভারতীতে চার মাস অনুশীলন করার পর কল্যাণীতে ম্যাচ খেলার বিষয়ে তিনি নিজের অসন্তোষ প্রকাশ করেছিলেন। সঙ্গে ম্যাচের দিন ঘন্টা তিনেক জার্নি করে গিয়ে কল্যাণীতে নিজেদের সেরা পারফর্মেন্স দেওয়া নিয়েও সন্দিহান ছিলেন তিনি। এবার একই কারণে নিজের অসন্তোষ প্রকাশ করলেন ইস্টবেঙ্গলের স্প্যানিশ কোচ আলেজান্দ্রো মেনিনডেজ। সোমবার সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, ‘সত্যিই ম্যাচের দিন দু’তিন ঘন্টা জার্নি করে গিয়ে ভালো খেলা বেশ সমস্যার।’
তবে মাঠ সমস্যা থাকলেও প্রথম ম্যাচ জিতে শুরু করাই যে তাঁর লক্ষ্য তা পরিষ্কার করে দিয়েছেন স্প্যানিশ কোচ। তিনি বলছেন, ‘কাশ্মীর দারুণ দল। ওরা গত বছর খুব ভালো ফুটবল খেলেছে। তবে আমার দলের প্রত্যেক ফুটবলার মারাত্মক পরিশ্রম করছে। শেষ প্রস্তুতি ম্যাচে আমরা ভালো‌ ফুটবল খেলেছি। আমরা জয়ের লক্ষ্যে মাঠে নামছি। শুধু সমর্থকদের জন্য আই লিগটা জিততে চাই।’

 

Comments are closed.