আই লিগ ম্যাচ খেলতে যাওয়ার সময় দিল্লিতে ট্রেন মিস করল ইস্টবেঙ্গল, চরম সমস্যায় লাল-হলুদ

পঞ্জাব এফসির বিরুদ্ধে ম্যাচের আগের দিন চরম সমস্যায় ইস্টবেঙ্গল। প্রথমে কথা ছিল বিমানে কলকাতা থেকে দিল্লি যাবেন ফুটবলাররা। সেখান থেকে বিকাল সাড়ে ৪ টের দিল্লি-অমৃতসর শতাব্দী ধরে লুধিয়ানা পৌঁছাবে গোটা দল। কিন্তু বিমান দেরিতে পৌঁছায় দিল্লিতে। লাগেজ নিয়ে দিল্লি বিমানবন্দর থেকে বেরোতে বেরোতে প্রায় সোয়া ২ টো হয়ে যায়। এরপর দিল্লির প্রাইড হোটেলে মধ্যাহ্নভোজ সারে ইস্টবেঙ্গল দল। সেখানেও বেশ কিছুটা সময় লাগে। প্রায় দুপুর ৩ টে নাগাদ প্রাইড হোটেল থেকে রওনা দেয় ইস্টবেঙ্গল। কিন্তু দিল্লি শহরের জ্যামে ফেঁসে যায় তারা। সময় মত নয়াদিল্লিতে স্টেশনে পৌঁছাতে পারেনি ইস্টবেঙ্গল দল।
বাধ্য হয়েই তারা যোগাযোগ করে কলকাতার ম্যানেজমেন্টের সঙ্গে। শুরু হয় বাস জোগাড় করার চেষ্টা। শেষ খবর পাওয়া পর্যন্ত সাড়ে আটটা নাগাদ দিল্লি থেকে বাসে লুধিয়ানা রওনা হন ইস্টবেঙ্গল ফুটবলাররা। লুধিয়ানা পৌঁছাবে ভোররাতে। আগামীকাল দুপুর ২ টোয় ম্যাচ। অর্থাৎ, পাঁচ ঘণ্টারও কম সময় ঘুমানোর জন্য পাবেন ফুটবলাররা। গোটা ঘটনায় ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের উপর চরম ক্ষুব্ধ ফুটবলাররা। ইস্টবেঙ্গলের স্প্যানিশ ডিফেন্ডার মার্তি ক্রেসপি ইনস্টাগ্রামে একটি লাইভে গোটা ঘটনাটি জানিয়ে বলেন, ‘আমরা যন্ত্র নয়। মানুষ।’ এই ম্যাচ থেকে ইস্টবেঙ্গল যদি তিন পয়েন্ট আনতে পারে, তাহলে অবশ্যই বাড়তি প্রশংসা প্রাপ্য ফুটবলারদের।

 

Comments are closed.