কলকাতায় এলেন ইস্টবেঙ্গলের স্প্যানিশ স্ট্রাইকার মার্কোস, শেষ মরসুমে করেছেন ৮ গোল, ষষ্ঠ বিদেশির খোঁজে লাল-হলুদ শিবির

কলকাতায় চলে এলেন ইস্টবেঙ্গলের নতুন স্প্যানিশ স্ট্রাইকার মার্কোস। পুরো নাম মার্কোস জিমিনেজ দে লা এসপাদা মার্টিন। বছর ৩৩ এর এই স্ট্রাইকারের উচ্চতা প্রায় ৬ ফুট ১ ইঞ্চি। মার্কোসকে স্বাগত জানাতে রবিবার বিকেলে বিমানবন্দরে হাজির ছিলেন জনা পঞ্চাশ ইস্টবেঙ্গল সমর্থক। ইস্টবেঙ্গলের স্কার্ফ, উত্তরীয়, ফুলের মালা দিয়ে মার্কোসকে অভ্যর্থনা জানান সমর্থকরা। প্রথমদিন কলকাতায় পা রেখে সমর্থকদের এই ভালোবাসায় অভিভূত মার্কোসও। সোমবার থেকেই ইস্টবেঙ্গল অনুশীলনে যোগ দেওয়ার কথা তাঁর।

স্পেনের তৃতীয় ডিভিশনে খেলার পাশাপাশি হংকং প্রিমিয়ার লিগেও চুটিয়ে খেলেছেন মার্কোস। শেষ মরসুমে ৮টি গোল করেছেন। স্প্যানিশ কোচ আলেজান্দ্রোর পছন্দেই তাঁকে সই করাচ্ছে ইস্টবেঙ্গল। কলকাতা লিগে তাঁকে দেখে নিতে চান আলেজান্দ্রো। টানা ২৪ ঘন্টা বিমানযাত্রার পর কলকাতা এসেছেন। তাই স্বাভাবিকভাবেই রবিবার ক্লান্তি ছিল তাঁর চোখে মুখে। বিমানবন্দরে মার্কোস বলেছেন, ‘আমি খুবই ক্লান্ত। টানা ২৪ ঘন্টা বিমানযাত্রার ধকল গেছে। তবে এটুকুই বলবো, ইস্টবেঙ্গলের মত ঐতিহ্যশালী দলে খেলতে পেরে আমি খুব গর্বিত। দ্রুত অনুশীলনে নেমে যাব।’ ইস্টবেঙ্গলের স্প্যানিশ যুগে নতুন সংযোজন মার্কোস।
মরসুমের শুরুতেই ইস্টবেঙ্গলের পাঁচ বিদেশি কলকাতায়। শেষ কবে এমন হয়েছে, মনে করতে পারছেন না সমর্থকরা। এবার ষষ্ঠ বিদেশিকে নিয়ে আসার চেষ্টায় ইস্টবেঙ্গল। বেশ কয়েকদিন ধরেই আই লিগে বিদেশি সংখ্যা নিয়ে বিভ্রান্তি ছিল। শেষ পর্যন্ত ফেডারেশন ছয় বিদেশি খেলানোর বিষয়ে সবুজ সঙ্কেত দিয়েছে। ৩১ শে অগাস্টের মধ্যে ষষ্ঠ বিদেশি চূড়ান্ত করতে চাইছে ইস্টবেঙ্গল। এখন দেখার নতুন বিদেশি কোন পজিশনের ফুটবলার হন। বিষয়টি অবশ্য পুরোটাই আলেজান্দ্রোর উপর ছেড়েছেন ইস্টবেঙ্গল কর্তারা।

Comments are closed.