মোহনবাগান একাডেমির প্রাক্তন ফুটবলারকে দলে নিল ইস্টবেঙ্গল

ব্যান্ডেল এর ছেলের শুরুটা হয়েছিল মোহনবাগান অ্যাকাডেমি থেকে। প্রায় চার বছর ছিলেন দুর্গাপুরের মোহনবাগান অ্যাকাডেমিতে। আর এখন সেই ছেলেটি খেলবেন ইস্টবেঙ্গল জার্সি গায়ে। আভাস থাপা। রক্ষণের সমস্যা মেটাতে বছর বাইশের এই সাইডব্যাককে সই করালো ইস্টবেঙ্গল। গতবছরের আই লিগে রিয়াল কাশ্মীর এফসি হয়ে দুরন্ত খেলেছিলেন আভাস। তখনই তাকে নিতে চেয়েছিল ইস্টবেঙ্গল। কিন্তু বড় অঙ্কের প্রস্তাব দিয়ে তাকে সই করিয়ে নেয় এই আই এস এল এর দল হায়দারাবাদ এফসি।
কিন্তু বাঙালি তরুণ ফুটবলার আইএসএলে একদমই সুযোগ পাচ্ছিলেন না। প্রতিদিন হতাশা বাড়ছিলো পাল্লা দিয়ে। চাইছিলেন এমন কোন দলে যেতে যেখানে সুযোগ পাওয়া যায়। ইস্টবেঙ্গলের থেকে অফার পাওয়ার পর আর দ্বিতীয়বার ভাবেননি। তাকে সই করানোর পর ইস্টবেঙ্গলের স্প্যানিশ কোচ আলেজান্দ্রোর হাতে যে অপশন আরো বাড়লো তা বলাই বাহুল্য। এখন দেখার ইস্টবেঙ্গল জার্সি গায়ে কতটা মানিয়ে নিতে পারেন এই তরুণ ফুটবলার। দু-একদিনের মধ্যেই অনুশীলনে নামবেন তিনি। ইস্টবেঙ্গল টিম ম্যানেজমেন্টের সদস্যরা বলেছেন কোচের পছন্দমত আরো বেশকিছু ভারতীয় ফুটবলার দিকে নজর রয়েছে তাদের। এখন দেখার দল পুনর্গঠন এর পর ইস্টবেঙ্গল আবার স্বমহিমায় ফিরতে পারে কিনা। সেদিকেই তাকিয়ে রয়েছেন ইস্টবেঙ্গল সর্মথকরা। তারা প্রত্যাশা করছেন একজন নতুন স্ট্রাইকার দ্রুত সই করাবে ইস্টবেঙ্গল।

Comments are closed.