হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত অর্থনীতিবিদ অভিজিৎ সেন, শোকপ্রকাশ প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহের

হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত অর্থনীতিবিদ অভিজিৎ সেন। সোমবার রাতে মৃত্যু হয় অর্থনীতিবিদ তথা প্ল্যানিং কমিশনের প্রাক্তন সদস্য অভিজিৎ সেনের। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। মনমোহন সিংহ প্রধানমন্ত্রী থাকাকালীন ২০০৪ সালে প্ল্যানিং কমিশনের সদস্য হন তিনি। ২০১৪ সাল পর্যন্ত এই দায়িত্বে ছিলেন তিনি। ২০১৪ সালে নরেন্দ্র মোদী সরকার প্ল্যানিং কমিশনের পরিবর্তে নীতি আয়োগ গঠন করে। প্রাক্তন প্রধানমন্ত্রী তথা রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নর মনমোহন সিংহ তাঁর প্রয়াণে শোক জ্ঞাপন করেছেন।

দিল্লির জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন তিনি। এর আগে তিনি অক্সফোর্ড, কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন। ১৯৮৫ সালে দিল্লির জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর ইকোনমিক্স অ্যান্ড প্ল্যানিংয়ে যোগ দেন। ২০১০ সালে ভারত সরকার তাঁকে পদ্মভূষণ সম্মানে সম্মানিত করে।

১৯৫০ সালে বিহারে জন্মগ্রহণ করেন অভিজিৎ সেন। দিল্লির সর্দার পাটেল বিদ্যালয় থেকে পড়াশোনা করেন তিনি। এরপর দিল্লির স্টিফেন কলেজ থেকে পদার্থবিদ্যা পড়াশোনা করার পর কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেন।

Comments are closed.