আইকোর মামলায় ইডি তলব মানস ভুঁইয়াকে, ডাক মদন-পুত্রকেও

উভয়কেই এক সপ্তাহ সময় দেওয়া হয়েছে তদন্তকারীদের মুখোমুখি হওয়ার জন্য

আইকোর মামলায় এবার ইডির তলব তৃণমূল নেতা মানস ভুঁইঞাকে। একই সঙ্গে ডাক পড়ল মদন মিত্রের ছেলে স্বরূপ মিত্রের।

সূত্রের খবর, আগামী শুক্রবারের মধ্যে ইডির দফতরে হাজিরা দেওয়ার নির্দেশ রয়েছে সেই নোটিশে। অন্যদিকে ২৩ এপ্রিল ডেকে পাঠানো হয়েছে স্বরূপ মিত্রকে। উভয়কেই এক সপ্তাহ সময় দেওয়া হয়েছে তদন্তকারীদের মুখোমুখি হওয়ার জন্য।

বুধবার বেহালা পশ্চিম কেন্দ্রের তৃণমূল প্রার্থী পার্থ চ্যাটার্জিকে ইডি তলব করে। পাশাপাশি তলব করা হয়েছিল তৃণমূলের বিদায়ী কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তকেও।

তৃণমূলের অভিযোগ, ভোট এলেই কেন্দ্রীয় এজেন্সিকে কাজে লাগিয়ে বিরোধীদের কোণঠাসা করার চেষ্টা করে বিজেপি। ভোটের সময় পার্থ চ্যাটার্জি, বাপ্পাদিত্য দাশগুপ্তর পর এবার মানস ভুঁইয়াকে তলব তৃণমূলের সেই অভিযোগকেই মান্যতা দিচ্ছে বলে দাবি নেতাদের। অন্যদিকে তৃণমূলের অভিযোগ উড়িয়ে দিয়েছে বিজেপি। তাদের দাবি, কেন্দ্রীয় এজেন্সির কাজের সঙ্গে বিজেপির কোনও সম্পর্ক নেই। আইন আইনের পথেই চলে।

Comments are closed.