এবার থেকে স্বাস্থ্য কেন্দ্রগুলোতে বিকেলেও আউটডোর পরিষেবা; বড় সিদ্ধান্ত স্বাস্থ্য দফতরের 

সরকারি হাসপাতাল বা স্বাস্থ্য কেন্দ্রগুলোতে আউটডোরে রুগী দেখার সময় সকাল ৯টা থেকে দুপুর ২টো। এতদিন এমনটাই হয়ে এসেছে। কিন্তু এটা দিনের ব্যস্ত সময় হওয়ায়, যাঁরা দিনমজুরির কাজ করেন তাঁরা ডাক্তার দেখাতে এলে একটা দিনের পারিশ্রমিক নষ্ট হয়। নির্মাণ শ্রমিক, রিকশাচালক, ছোট দোকান দার অনেকেই রয়েছে এই শ্রেণীতে। এবার তাঁদের কথা ভেবেই বড় সিদ্ধান্ত নিল স্বাস্থ্য দফতর। সকালের পাশাপাশি এবার থেকে সপ্তাহে দু’দিন বিকেলেও আউটডোরে পরোষেবা শুরু হবে। 

জানা গিয়েছে, পুর-ক্লিনিক এবং আরবান হেলথ সেন্টারগুলিতে এ বার থেকে সপ্তাহে দু’দিন আউটডোর চলবে দুপুর ২টো থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত। অর্থাৎ সন্ধ্যে ৭টা পর্যন্ত টিকিট কাটা যাবে। এই মর্মে স্বাস্থ্য দফতরের তরফে একটি নির্দেশ গিয়েছে প্রতিটি জেলার ও কলকাতা পুরসভার মুখ্য স্বাস্থ্য আধিকারিক এবং জেলাশাসকদের কাছে। নির্দেশ অনুযায়ী, প্রতিটি আরবান কমিউনিটি হেলথ সেন্টার, আরবান প্রাইমারি হেলথ সেন্টার এবং আরবান হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টারে আউটডোর সময়সূচির নতুন নিয়ম চালু করতে হবে। 

সোম, বুধ, বৃহস্পতি ও শনিবার, এই চার দিন আগের মতো সকাল ৯টা থেকে দুপুর ২টো পর্যন্ত আউটডোর চলবে। এবং মঙ্গল ও শুক্রবার সপ্তাহে এই দু’দিন শহুরে ওই সব স্বাস্থ্যকেন্দ্রে দুপুর ২টো থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত আউটডোর চালাতে হবে। সেই মতো ডিউটি রোস্টার তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। 

যদিও এই সিদ্ধান্ত শুধুমাত্র স্বাস্থ্য কেন্দ্রগুলোর জন্য। সরকারি হাসপাতালগুলোতে আগের মতোই সকালেই আউটডোর পরিষেবা মিলবে। 

Comments are closed.