তৃণমূল ছাড়লেন প্রাক্তন মন্ত্রী উপেন বিশ্বাস, জানালেন ব্যক্তিগত কারণে রাজনীতি ত্যাগ

ভোটের মধ্যেই তৃণমূল ছাড়লেন প্রাক্তন মন্ত্রী উপেন বিশ্বাস। ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি দল ছেড়েছেন বলে জানা গিয়েছে। তৃণমূলের শীর্ষ নেতৃত্বকে দল ছাড়ার কথা ইমেল করে জানিয়েছেন উপেন বিশ্বাস বলে জানা গিয়েছে। ২০১১ সালে উত্তর ২৪ পরগনার বাগদা থেকে তৃণমূলের টিকিটে লড়েন উপেন বিশ্বাস। জেতার পর তাঁকে রাজ্যের মন্ত্রী করেছিলেন মমতা ব্যানার্জি।  

কেন দল ছাড়লেন প্রাক্তন এই আইপিএস? রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে সিএএ, এনআরসি নিয়ে তৃণমূলের সঙ্গে মোটের অমিল হয়েছিল উপেন বিশ্বাসের। সেই কারণেই কি দলত্যাগ? সিবিআইয়ের প্রাক্তন প্রধান বলছেন, সম্পূর্ণ ব্যক্তিগত কারণে এই সিদ্ধান্ত। উত্তর ২৪ পরগনা জেলা সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে তাঁর সুসম্পর্ক। মমতা ব্যানার্জির সঙ্গে তাঁর ব্যক্তিগত সম্পর্ক, বলে জানান উপেন বাবু। 

তৃণমূলের তরফে এই নিয়ে কোনও প্রতিক্রিয়া মেলেনি।

Comments are closed.