ভারত-বাংলাদেশ ম্যাচে ফাঁকা থাকবে গ্যালারির একটি সিট, মৃত সমর্থকের স্মৃতিতে অভিনব উদ্যোগ বন্ধুদের

ফুটবল অন্ত প্রাণ। প্রিয় দলের ম্যাচ থাকলে, যাওয়া চাই মাঠে। চিৎকার করা চাই বাকি দর্শকদের সঙ্গে গলা মিলিয়ে। ঘরের মাঠে, বহু বছর পর খেলতে নামবে জাতীয় ফুটবল দল। সেই ম্যাচে মাঠে না গেলে হয় নাকি? আগামী ১৫ই অক্টোবর বাকি সমর্থকদের মতই যুবভারতীতে যাওয়ার কথা ছিল নিউ ব্যারাকপুরের শুভ্র মুখোপাধ্যায়ের। দেশের হয়ে চিৎকার করে গলা ফাটানোর দিন। সেদিন যে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে মুখোমুখি ভারত-বাংলাদেশ। আর এই ম্যাচ নিয়ে উত্তেজনায় ফুঁটছে কলকাতা। টিকিটের চাহিদা আকাশছোঁয়া। অনেকের মতোই এই ম্যাচের টিকিট আগে থেকেই ‘বুক’ করে রেখেছিল বছর ১৯-এর শুভ্র। কিন্ত এই ম্যাচ আর দেখা হলো না তাঁর। পুজোর শুরুতেই বাইক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে শুভ্রর। শোকের ছায়া নেমে এসেছে তাঁর বন্ধুমহলে।

কিন্তু এই শোকের আবহেও শুভ্রকে মনে রাখার এক দারুণ উদ্যোগ নিয়েছেন তাঁর বন্ধুরা। অকাল প্রয়াত শুভ্রর স্মৃতিতে, ভারত-বাংলাদেশ ম্যাচে গ্যালারির একটি সিট ফাঁকা রাখা হবে। তার নাম লিখে তৈরি হয়েছে ভারতের একটি জার্সি। সেই নীল জার্সি, ফাঁকা সিটের উপর রাখা থাকবে। রাখা হবে শুভ্রর একটি ছবিও। এভাবেই তাদের মৃত সাথীকে স্মরণ করার পরিকল্পনা করছেন সর্মথকরা।

Comments are closed.