অপর্ণা সেন সহ ৪৯ বিদ্বজ্জনের বিরুদ্ধে বিহারে এফআইআর, প্রধানমন্ত্রীকে খোলা চিঠি দিয়ে রোষের মুখে

দেশে গণপিটুনির ঘটনা বন্ধ করার দাবি জানিয়ে গত জুলাইয়ে প্রধানমন্ত্রীকে খোলা চিঠি দিয়েছিলেন চিত্রপরিচালক অপর্ণা সেন, ইতিহাসবিদ রামচন্দ্র গুহ সহ বিভিন্ন ক্ষেত্রের ৪৯ জন ব্যক্তিত্ব। বৃহস্পতিবার তাঁদের বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা দায়ের হল বিহারের মুজফফরপুরের সদর থানায়।
প্রধানমন্ত্রীকে বিশিষ্টদের খোলা চিঠি দেওয়ার পরই তাঁদের বিরুদ্ধে মামলা করেন মুজফফরপুরের আইনজীবী সুধীরকুমার ওঝা। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সূর্যকান্ত তিওয়ারির এই মামলা গ্রহণের প্রেক্ষিতে বৃহস্পতিবার অপর্ণা সেনদের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে।
আইনজীবী সুধীরকুমার ওঝা জানান, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট গত ২০ শে অগাস্ট তাঁর হলফনামা গ্রহণ করেন। বিচারপতির নির্দেশ মাফিক বৃহস্পতিবার মুজফফরপুর সদর থানায় এফআইআর দায়ের হয়েছে। বিহার পুলিশ জানিয়েছে, অপর্ণা সেনদের বিরুদ্ধে দেশদ্রোহিতা, ধর্মীয় ভাবাবেগে আঘাত, ইচ্ছাকৃতভাবে শন্তিভঙ্গের চেষ্টার পভিযোগে এফআইআর দায়ের করা হয়েছে।
প্রধানমন্ত্রীকে লেখা খোলা চিঠিতে অপর্ণা সেনদের আর্জি ছিল মুক্তচিন্তাকে পিষে মারবেন না। ভিন্নমত পোষণ এবং সরকারের সমালোচনা যে কোনও সুস্থ গণতান্ত্রিক দেশে জরুরি বলেও লেখা হয়েছিল সেই চিঠিতে। আর আইনজীবী সুধীরকুমার ওঝা তাঁর হলফনামায় অভিযোগ করেন, ওই চিঠি দেশের ভাবমূর্তি কলঙ্কিত করেছে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উল্লেখযোগ্য কৃতিত্বকে ছোট করার প্রয়াস করা হয়েছে। বিশিষ্টজনেরা আসলে বিচ্ছিন্নতাবাদী মনোভাবের সমর্থনকারী বলে অভিযোগ করেন বিহারের ওই আইনজীবী।
গত জুলাই মাসে প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে সই ছিল সমাজকর্মী ডাক্তার বিনায়ক সেন, আশিস নন্দী, ইতিহাসবিদ সুমিত সরকার, চিত্র পরিচালক আদুর গোপালকৃষ্ণণ, মণিরত্নম, শ্যাম বেনেগাল, কেতন মেহতা, অপর্ণা সেন, অনুরাগ কাশ্যপ, সৌমিত্র চট্টোপাধ্যায়, শুভা মুদগল, কঙ্কনা সেনশর্মা সহ ৪৯ জন বিদ্দজ্জ্বনের।
চিঠিতে লেখা হয়েছিল, জয় শ্রীরাম স্লোগান দিয়ে মানুষকে পিটিয়ে মারা হচ্ছে। সংখ্যালঘু ও দলিতদের উপর অত্যাচারের ঘটনা ক্রমান্বয়ে সামনে আসছে। সরকার বিরোধী সমালোচনা বা মন্তব্য করলেই দেশবিরোধী বা মাওবাদী বলে দাগিয়ে দেওয়া হচ্ছে। নিজের দেশেই এক শ্রেণির মানুষ তীব্র উৎকণ্ঠা নিয়ে বাস করতে বাধ্য হচ্ছেন। দেশের আইন-শৃঙ্খলার দ্রুত উন্নতি চেয়ে এবং পিটিয়ে খুনের মতো ঘটনায় জড়িত অপরাধীদের দৃষ্টান্তমূলক সাজার দাবি জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দেন বিদ্বজ্জনেরা।

Comments are closed.