হরিয়ানার গুরুগ্রামে একটি জমি কেনাবেচা সংক্রান্ত ঘটনায় অনিয়মের অভিযোগে এফআইআর দায়ের হল শিল্পপতি তথা প্রিয়াঙ্কা গান্ধীর স্বামী রবার্ট ভাদরার নামে। রবার্টের পাশাপাশি, এই এফআইআরে নাম রয়েছে হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপিন্দর সিংহ হুড্ডা এবং দুটি রিয়েল এস্টেট সংস্থার। অভিযোগ, গুরুগ্রামের সেক্টর ৮৩ তে ৭.৫ কোটি টাকা মূল্যে বেশ কিছু জমি কিনেছিল রাবার্ট ভাদরার সংস্থা স্কাই লাইট হসপিটালিটি। যা পরে জমির চরিত্রে বদল দেখিয়ে ৫৫ কোটি টাকায় বিক্রি করা হয়। যদিও এই অভিযোগ মানতে চাননি রবার্ট ভদরা। তিনি জানিয়েছেন, সামনেই ভোট, তাই পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধির মতো আসল ইস্যু থেকে নজর সরাতে, তাঁর বিরুদ্ধে এই অভিযোগ আনা হয়েছে। এতে নতুন কিছু নেই।
Comments