চলে গেলেন সুভাষ ভৌমিক, শোকের ছায়া কলকাতা ময়দানে 

প্রয়াত হলেন প্রাক্তন ফুটবলার ও কোচ সুভাষ ভৌমিক। কলকাতার একটি বেসরকারি নার্সিংহোমে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। প্রায় সাড়ে তিন বছর ধরে কিডনির সমস্যায় ভুগছিলেন। পরিবার সূত্রে খবর তাঁর নিয়মিত ডায়ালিসিস চলছিল। শেষ পর্যন্ত বুকে সংক্রমণ নিয়ে ভর্তি হন তিনি। 

শেষ পাওয়া খবর অনুযায়ী, প্রয়াত ফুটবলারের মরদেহ ময়দানের কোনও ক্লাবে নিয়ে যাওয়া হচ্ছে না। কোভিড বিধির কারণেই এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে। শুক্রবারই তাঁর চিকিৎসার দায়িত্বে নিয়েছিল রাজ্য সরকার। এছাড়াও ময়দানের তিন প্রধান ক্লাব এবং আইএফএও দায়িত্ব নিয়েছিল। শুক্রবারই রাজ্যের ক্রীড়ামন্ত্রী সুভাষ ভৌমিকের চিকিৎসা সংক্রান্ত একটি বৈঠক করেন। 

উল্লেখ, মাত্র ১৯ বছর বয়সে কলকাতা ময়দানে খেলা শুরু করেন তিনি। প্রথমে ইস্টবেঙ্গল ক্লাবের সঙ্গে চুক্তি করেন, মাত্র এক মরসুম সেখানে খেলে যোগ দেন মোহনবাগানে। সবুজমেরুন জার্সি গায়ে পর পর তিন বছর খেলার পর ফের ফিরে আসেন লাল-হলুদ শিবিরে। ১৯৭৯ সালে খেলাওয়ার হিসেবে অবসর নেন তিনি। 

কোচ হিসেবেও ময়দানের দুই বড় শিবিরের দায়িত্ব নিয়েছেন তিনি। কোচিং করেছেন মহামেডন ক্লাবেও। 

Comments are closed.