সাইক্লোন সিত্রাং; ৬ জেলায় জারি বিশেষ সতর্কতা, দায়িত্ব দেওয়া হল ৬ সচিবকে 

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় সিত্রাং। যদিও আবহাওয়া দফতর সূত্রে খবর, ঘূর্ণিঝড়ের অভিমুখ ঘুরে যাওয়ার কারণে রাজ্যে সরাসরি এর কোনও প্রভাব পড়বে না। তবে দক্ষিণবঙ্গের ৬ জেলাকে সতর্ক করেছে আবহাওয়া দফতর। সিত্রাংয়ের প্রভাবে ওই ৬ জেলায় প্রবল ঝড়-বৃষ্টি সহ দুর্যোগের সম্ভবনা থাকছে। 

আবহাওয়া দফতরের তরফে  জানানো হয়েছে, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, হাওড়া এবং হুগলিতে প্রবল ঝড়-বৃষ্টির সম্ভবনা রয়েছে। উপকূলের জেলগুলোকে বিশেষ ভাবে সতর্ক থাকতে বলা হয়েছে। ঘূর্ণিঝড় মোকাবিলায় শুক্রবার মুখ্যসচি হরিকৃষ্ণ দ্বিবেদীর নেতৃত্বে নবান্নে একটি বৈঠক হয়। সূত্রের খবর, ওই বৈঠকে ৬টি জেলায় দুর্যোগ মোকাবিলার জন্য রাজ্যের ৬টি দফতরের সচিবদের বিশেষ দায়িত্ব দিয়েছেন মুখ্যসচিব। ওই ৬ দফতরের সচিব জেলাশাসকদের সঙ্গে দুর্যোগ মোকাবেলায় নানান পদক্ষেপ নেবেন। 

জানা গিয়েছে, স্কুল শিক্ষা দফতরের সচিব মনীশ জৈনকে উত্তর ২৪ পরগনার, বন ও প্রাণী দফতরের সচিব বিবেক কুমারকে দক্ষিণ ২৪ পরগনার, ক্ষুদ্র ও কুটির শিল্প দফতরের সচিব রাজেশ পাণ্ডেকে হাওড়ার, পর্যটন দফতরের সচিব সৌমিত্র মোহনকে পূর্ব মেদিনীপুরের, কারিগরি দফতরের সচিব সুরেন্দ্র গুপ্তকে পশ্চিম মেদিনীপুরের এবং মৎস দফতরের সচিব অবনীন্দ্র সিংহকে হুগলির জেলার দায়িত্ব দেওয়া হয়েছে। 

৬ টি জেলা ছাড়াও দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোতেও বিশেষ নজরদারি চালানো হবে। দুর্যোগ মোকাবেলায় প্রতিবারের মতো নবান্ন থেকে কেন্দ্রীয়ভাবে পর্যবেক্ষণ চালানো হবে। পাশপাশি উপকূলের জেলাগুলোতে প্রশাসনের তরফে এখন থেকেই মাইকিং করে সতর্ক করা হচ্ছে। 

 

Comments are closed.