টিকার জন্য ভারতে হাহাকার, আমেরিকায় টিকা নিলে ১ মিলিয়ন ডলার!

মার্কিন নাগরিকদের টিকা নিতে এতই অনীহা যে টিকা প্রাপকদের বিভিন্ন ‘ঘুষ’ দিয়ে টেনে আনতে হচ্ছে টিকাকরণ সেন্টারে

এ যেন উলট পুরাণ! ভারতে যখন ভ্যাকসিন সঙ্কট তীব্র থেকে তীব্রতর হচ্ছে, ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও ভ্যাকসিন না পেয়ে ফিরে যেতে হচ্ছে, সেখানে সম্পূর্ণ উল্টো ছবি আমেরিকায়।

মার্কিন নাগরিকদের টিকা নিতে এতই অনীহা যে টিকা প্রাপকদের বিভিন্ন ‘ঘুষ’ দিয়ে টেনে আনতে হচ্ছে টিকাকরণ সেন্টারে। তার মধ্যে সবচেয়ে নজর কাড়ছে মার্কিন মুল্লুকের ওহিও প্রদেশ। সেখানকার গভর্নর ঘোষণা করেছেন, ভ্যাকসিন নিলে পাঁচজন লাকি বিজেতা পাবেন ১ মিলিয়ন মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় যা প্রায় ৭.৩৫ কোটি টাকা!

আমেরিকার ওহিও প্রদেশের গভর্নর মাইক ডি’ওয়াইন ঘোষণা করেছেন, সাপ্তাহিক লটারির মাধ্যমে ওহিও স্টেট পাঁচজন ভাগ্যবান টিকা গ্রহীতাকে ১ মিলিয়ন ডলার দেওয়া হবে। আগামী ২৬ মে থেকে শুরু হচ্ছে প্রথম সাপ্তাহিক লটারি।

গভর্নরের এই ঘোষণার পরে বিতর্কও দেখা দিয়েছে। এই অতিমারির সময় এই ধরনের পুরস্কারের টোপ অর্থের অপচয়, মত একটি অংশের। কিন্তু গভর্নর বলছেন, মানুষের প্রাণ বাঁচানোর জন্য টিকা আমাদের হাতে মজুত রয়েছে। এই অবস্থায় একটি মানুষকেও করোনা সংক্রমিত হয়ে মরতে দেব না, এটাই নীতি হওয়া উচিত। আমরা তাই করছি। মানুষের প্রাণ বাঁচানোর কাছে অর্থ কোনও ব্যাপারই নয়।

 

এখানেই শেষ নয়, ভ্যাকসিন গ্রহীতাদের জন্য আমেরিকার অন্যান্য জায়গাতে আকর্ষণীয় পুরস্কারের কথা ঘোষণা করা হয়েছে।

নিউ জার্সিতে ভ্যাকসিন গ্রহীতাদের বিয়ার উপহার দেওয়া হচ্ছে। পাশাপাশি নিউ ইয়র্ক শহরে বিনামূল্যে ভ্যাকসিনের সঙ্গে টিকা গ্রহীতাদের ফ্রি ট্রাভেল পাস দেওয়া হচ্ছে। সেই পাস নিয়ে আপনি নিউ ইয়র্ক শহরের এক প্রান্ত থেকে অপর প্রান্তে একটি টাকাও খরচ না করে যাতায়াত করতে পারবেন।

ইংরেজি খবরের চ্যানেল সিএনএন ট্যুইটে জানায়, নিউ ইয়র্কের বাসিন্দাদের ফ্রি ভ্যাকসিনের সঙ্গে ফ্রি রাইড দেওয়া হচ্ছে, পৃথিবীর অন্যান্য জায়গায় এই মুহূর্তে কার্যত যা স্বপ্নের মতো।

 

একদিকে আমেরিকাতে যেমন পুরস্কারের লোভ দেখিয়ে টিকা দেওয়াতে হচ্ছে প্রশাসনকে, ভারতে সমস্যা সম্পূর্ণ ভিন্ন। প্রাথমিক ভাবে কেন্দ্রের সন্দেহ ছিল ভারতীয়রা হয়ত টিকা নিতে সংশয়ে ভুগবেন। যাকে বলা হয় ভ্যাকসিন হেসিটেন্সি। কিন্তু কার্যক্ষেত্রে ঘটেছে একদম উলটো ব্যাপার। শুরু থেকেই টিকা নিতে প্রবল আগ্রহ দেখিয়েছে ভারত। ফলে দ্রুত নিঃশেষ হওয়ার পথে দেশে মজুত টিকা। অভিযোগ, টিকার জোগান দিতে না পেরে বাড়িয়ে দেওয়া হয়েছে দুই টিকার ডোজের মধ্যবর্তী সময়।

Comments are closed.