সৈকত শহরে শক্তি বাড়ল ঘাসফুল শিবিরের, কংগ্রেসের রাজ্য মুখপাত্র যোগ দিলেন তৃণমূলে 

গোয়ায় ফের শক্তি বাড়াল তৃণমূল। বুধবার কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিলেন রাখি প্রভুদেশাই নায়েক। গোয়া কংগ্রেসের মুখপাত্র রাখি এদিন সন্ধ্যায় গোয়ার দায়িত্বে থাকা মহুয়া মৈত্রের হাত থেকে ঘাসফুল পতকা তুলে নেন। 

কয়েকদিন আগেই গোয়ায় কয়েকজন তৃণমূল নেতৃত্ব দল ছাড়েন। যা নিয়ে বিরোধীদের একাধিক কটাক্ষ শুনতে হয়। তবে এদিনের যোগদানের মধ্য দিয়ে ফের একবার যেন গোয়ায় ঘুরে দাঁড়াল তৃণমূল। 

কয়েকদিন আগেই গোয়া সফর করে এসেছেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। এদিনের যোগদানের সঙ্গে অভিষেকের গোয়া সফরের কোনও সম্পর্ক রয়েছে কিনা তা নিয়ে সাগর পাড়ে আলোচনা শুরু হয়েছে। 

বুধবার দুয়ারেই রাজ্যের মুখপাত্র পদ এবং দলের স্থায়ী সদস্যপদ থেকে ইস্তফা দেন রাখি। এরপর সন্ধ্যায় সাংসদ মহুয়ার উপস্থিতিতে তৃণমূলে যোগ দেন তিনি। উল্লেখ্য দু’মাস আগেই শিবসেনা ছেড়ে কংগ্রেসে যোগ দিয়েছিলেন তিনি। কিন্তু কংগ্রেস ত্যাগের সময় রাজ্যের নেতাদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। রাখির অভিযোগ, গোয়ার রাজ্য নেতৃত্ব দিশাহীন। কেন্দ্রের নেতাদের বিরুদ্ধে কাজ করছেন রাজ্যের নেতারা। 

Comments are closed.