কমনওয়েলথ গেমসে বাংলার ঘরে ঢুকেছে সোনা, আজও আসবে পদক, কে কে জিতবেন

বার্মিংহামে বসেছে ২০২২ এর কমনওয়েলথ গেমসের আসর। সোনা, রুপো, ব্রোঞ্জ সব পদক জয় করেছে ভারত। ইতিমধ্যে ভারত কমনওয়েলথ গেমস থেকে ৬ টি পদক জিতেছ। এরমধ্যে আছে ৩ টি সোনা, ২ টি রুপো ও ১ টি ব্রোঞ্জ। অধিকাংশ পদক এসেছে ভারোত্তলন থেকে। এই বিভাগে সোনা জিতে বাংলার নাম উজ্জ্বল করেছেন অচিন্ত্য শিউলি। সোমবারও পদক আসবে বলে মনে করা হচ্ছে।

সোমবার প্যারা সুইমিং, সুইমিং, ভারোত্তোলন, সাইক্লিং, জিমন্যাস্টিক, লন বোলিং, জুডো, স্কোয়াশ, বক্সিং, টেবিল টেনিস ও ব্যাডমিন্টনে ভারতের পদক জয়ের সম্ভাবনা রয়েছে। সপ্তম পদক নিশ্চিত করে সোনার অপেক্ষায় চার কন্যা। নরফ্লক আইল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে যায় ভারত। সেমিফাইনালে ভারতের মুখোমুখি নিউজিল্যান্ড। লন বোলিংয়ে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেন লাভলি চৌবে, পিঙ্কি, নয়নমণি শইকিয়া ও রূপা রানি তিরকে। মহিলাদের পাশাপাশি পুরুষ দলেও লন বোলিংয়ে কোয়ার্টার ফাইনালে প্রবেশ করেছে। ভারতের জুটি দীনেশ কুমার ও সুনীল বাহাদুর ইংল্যান্ডকে হারিয়েছেন।

লন বোলিংয়ে খেলা নিয়ে এতদিন সেইভাবে কোনও খেতাব আসেনি ভারতে। অনেকে এই খেলার নাম প্রথম শুনছেন। তবে এবার এবার এই খেলাতেই ভারতের ঘরে আসতে চলেছে পদক।

Comments are closed.