‘ভুল করে আসা টাকা’ ফেরালেই বিপদ,  নতুন প্রতরণা নিয়ে সাবধান করল কলকাতা পুলিশ 

ব্যাঙ্কের নাম ভাঙিয়ে এটিএম কার্ড নম্বর, প্যান নম্বর ইত্যাদি জেনে এতদিন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফাঁকা করে দিত প্ৰতারকরা। ‘জামাতার’ গ্যাঙের খপ্পরে পরে লাখ লাখ মানুষ সর্বস্ব খুঁইয়েছেন। ডিজিটাল পেমেন্টের যুগে সাইবার প্রতরণা যেন সাক্ষাৎ ‘যমদূত’। মুহূর্তের ভুলে কোনও অপরিচিত লিঙ্কে ক্লিক করলেই সর্বনাশ। সাইবার প্রতারণায় এবার নতুন ‘ফাঁদ’ নিয়ে নাগরিকদের সতর্ক করল কলকাতা পুলিশ। 

আমরা প্রত্যেকেই বর্তমানে গুগুল পে, ফোন পে’র মতো পেমেন্ট অ্যাপগুলো ব্যবহার করে থাকি। আর অনেক ক্ষেত্রেই দেখা গিয়েছে, অপরিচিত নাম্বার থেকে ফোন করে কেউ বলছেন, ভুল করে আপনাকে গুগুল পে বা ফোন পে’তে টাকা পাঠিয়ে দিয়েছেন। প্রমাণ হিসেবে আপনার হোয়াটস্যাপে পেমেন্টের স্ক্রিন শটও পাঠাচ্ছে। তার পরেই আপনাকে অনুরোধ করছে, ওই নাম্বারে আপনি দয়া করে টাকা ফিরিয়ে দিন। আর এই কাজটা করতেই বারণ করছে কলকাতা পুলিশ। সম্প্রতি লালবাজারের তরফে জানানো হয়েছে, প্রতারকদের এটি এক ধরণের নতুন ছক। ওই অচেনা ব্যক্তি আদৌ আপনাকে টাকা পাঠাননি। বরং আপনি ঘুরিয়ে টাকা পাঠাতে গেলেই আপনার পেমেন্ট অ্যাপটি প্রতারকদের নিয়ন্ত্রণে চলে যাবে। আর তারপর একটা সময় দেখলেন আপনার ব্যাঙ্ক একাউন্ট ফাঁকা। সম্প্ৰতি মুম্বাইয়ে এমন একটি প্রতারণার ঘটনা ঘটেছে বলেও কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে। 

কলকাতা পুলিশ বলছে, এরকম কোনও ঘটনা ঘটলে, কোনও অপরিচিত ফোন এলে ওই ব্যক্তিকে নিজের স্থানীয় থানার সামনে ডাকুন। এর পর উপযুক্ত প্রমাণ দেখে তারপর টাকা ফেরত দিন। আর না হলে, এরকম ফোন এলে সরাসরি স্থানীয় থানায় গিয়ে যোগাযোগ করুন। অসাবধান হলেই বড়সড় বিপদ অপেক্ষা করছে আপনার জন্য।       

Comments are closed.