কলেজ-বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রক্রিয়া শুরু; নিয়ম ও দিনখন জানাল উচ্চ শিক্ষা দফতর 

স্নাতক ও স্নাতকোত্তর স্তরে ভর্তির দনখন ও নিয়মবিধি জানিয়ে দিল রাজ্যের উচ্চ শিক্ষা দফতর। শনিবার বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য। কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের ভর্তির জন্য ছাত্রছাত্রীদের অনলাইনে আবেদন করতে হবে। এবং ভর্তির পুরো প্রক্রিয়াটাই অনলাইনে সম্পূর্ণ হবে। স্নাতক স্তরে ভর্তির জন্য ১৮ জুলাই থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হবে। ৫ আগস্ট পর্যন্ত আবেদন করা যাবে। কলেজে ভর্তির পুরো প্রক্রিয়াটাই ১৫ সেপ্টেম্বরের মধ্যে শেষ করতে হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। 

পাশপাশি স্নাকোত্তর স্তরে ভর্তির প্রক্রিয়া শুরু হবে ১ সেপ্টেম্বর থেকে। ২১ সেপ্টেম্বরের মধ্যে ভর্তির প্রক্রিয়া শেষ করতে হবে। এর পাশপাশি ভর্তি সংক্রান্ত কিছু নিয়মও উল্লেখ করা হয়েছে। ভর্তি চলাকালীন কোনও ছাত্রছাত্রীই কলেজ বা বিশ্ববিদ্যালয়ে উপস্থিত হতে পারবেন না। অনলাইনেই তাঁর আবেদন করবেন এবং ভর্তির জন্য ফি দিতে হবে অনলাইনেই। সেই সঙ্গে বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানানো হয়েছে, ভর্তির ফি ছাড়া আলাদাভাবে পড়ুয়াদের কাছ থেকে কোনও টাকা নেওয়া যাবে না। 

এ বছর কেন্দ্রীয়ভাবে অনলাইনে ভর্তির প্রক্রিয়া শুরু হবে বলে প্রথমে জানানো হয়েছিল। কিন্তু গত সপ্তাহে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানান, নানান অসুবিধায় থাকায় এ বছর কেন্দ্রীয় ভাবে অনলাইনে ভর্তির প্রক্রিয়া শুরু করা যাচ্ছে না। তবে আগামী বছর থেকে কেন্দ্রীয় ভাবেই ভর্তির প্রক্রিয়া শুরুর পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি। 

Comments are closed.