বিশ্বকাপে ইতিহাস, পুরুষদের বিশ্বকাপে প্রথম মহিলা রেফারি হচ্ছেন স্টেফানি ফ্যাপার্ট, জার্মানির ম্যাচে দেখা যাবে স্টেফানিকে

কাতার বিশ্বকাপে এই প্রথম দেখা যাবে মহিলা রেফারিকে। স্টেফানি ফ্যাপার্টকে দেখা যাবে বৃহস্পতিবার রাতে জার্মানি ও কোস্টারিকা ম্যাচে। ফ্রান্সের স্টেফানি ফ্যাপার্টই প্রথম মহিলা, যিনি পুরুষদের বিশ্বকাপে রেফারির দায়িত্ব পালন করবেন।

বিশ্বকাপ শুরুর আগেই জানা গিয়েছিল এইবার কাতারে ইতিহাস রচনা হতে চলেছে। ম্যাচে রেফারির ভূমিকায় দেখা যাবে ৬ জন মহিলাকে। সেইমত মঙ্গলবার মেক্সিকো-পোলান্ডের ম্যাচে চতুর্থ রেফারির ভূমিকায় দেখা যায় ফ্রান্সের স্টেফানি ফ্যাপার্টকে। এবার তাঁকে মাঠে দেখা যাবে বৃহস্পতিবার রাত ১২.৩০ টার সময় কোস্টারিকা ও জার্মানির ম্যাচে।

৩৮ বছর বয়সী স্টেফানি ২০১৯ সালে ফ্রান্সে মহিলা বিশ্বকাপে রেফারির দায়িত্ব সামলিয়েছিলেন। উয়েফা সুপার কাপেও কাপের ফাইনালেও তাঁকে রেফারিং করতে দেখা গিয়েছিল। তিনিই প্রথম মহিলা যিনি প্রথমবার পুরুষদের চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচের পরিচালনার দায়িত্বও পেয়েছিলেন। আর এ বার পুরুষদের বিশ্বকাপেও রেফারিং করে ইতিহাসের পাতায় নাম তুলে ফেললেন স্টেফানি।

ফ্রান্সের স্টেফানির পাশাপাশি জার্মানির ইয়ামাশিতা ইয়োশিমি, রোয়ান্ডার সালিমা মুকাসেঙ্গাকেও এবারের বিশ্বকাপের কোনও না কোনও ম্যাচে রেফারিং করতে দেখা যাবে।

Comments are closed.