কত দর্শক সেদিন বিশ্বকাপ ফাইনাল দেখেছিল? ফিফার দেওয়া তথ্যে চমকে যাবেন 

দুনিয়াজুড়ে কত দর্শক সেদিন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখেছিল জানেন? ম্যাচ শেষের ৩৩ দিন পর সেই তথ্য জানাল ফিফা। আর ফিফার দেওয়া পরিসংখ্যান শুনলে চমকে যাবেন আপনিও। সর্বচ্চ ফুটবল নিয়ামক সংস্থা জানাচ্ছে, সেদিন সারা দুনিয়া জুড়ে মোট ১৫০ কোটি দর্শক মেসি বনাম এমবাপের লড়াইয়ে দেখেছে। টিভি, ডিজিটাল, এবং স্টেডিয়াম মিলিয়েই এই সংখ্যা বলে ফিফা জানাচ্ছে।

এই সংখ্যাটি দেখে অনেকেই বলছে, বিশ্বের যে কোনও দেশের মোট জনসংখ্যার থেকেও বেশি মানুষ সেদিন বিশ্বকাপ ফাইনাল দেখেছিল। যা ফুটবল ইতিহাসে এখনও পর্যন্ত নজির। এর আগে কোনও খেলাতেই দর্শক সংখ্যা এই পর্যায়ে পৌঁছায়নি। ফিফার মতে, খেলার দুনিয়ার জনপ্রিয়তার এক্কেবারে শীর্ষে রয়েছেন লেও মেসি। ফুটবলের ইতিহাসে প্রায় সব প্রাপ্তি হলেও বিশ্বকাপ অধরা ছিল লিও’র। তার ওপরে সারা পৃথিবী জুড়ে অগুনতি আর্জেন্টিনার ভক্ত। পাশাপাশি গত বিশ্বকাপ থেকে এমবাপের দুর্দান্ত উত্থান। সব মিলিয়ে ফুটবল প্রেমীদের কাছে কাতার বিশ্বকাপ শুধু খেলার থেকেও আরও অনেক বেশি কিছু হয়ে দেখা দিয়েছিল। যার জেরেই এই জনবিস্ফোরণ বলে মনে করছে ফিফা।

প্রসঙ্গত এবারের বিশ্বকাপ ফাইনালকে ফিফার ইতিহাসে সেরা ফাইনাল বলে অনেকে দাবি করেছে। অতিরিক্ত সময় মিলিয়ে ১২০ মিনিটের ম্যাচে ৩-৩-এ শেষ করে ফ্রান্স আর্জেন্টিনা। আর্জেন্টিনার হয়ে দু’গোল করেন মেসি। অন্যদিকে হ্যাট্রিক করেন এমবাপে। এরপর ম্যাচ পেনাল্টিতে গড়ালে মার্টিজের দুর্দান্ত সেভে বিশ্বকাপ জিতে নেয় আর্জেন্টিনা।

Comments are closed.