নির্বাচনী প্রতীক দেওয়া ধূপকাঠি, দেশলাই বিলি বিজেপির, কমিশনে তৃণমূল কংগ্রেস

প্রচারে ধূপকাঠির প্যাকেট, দেশলাইয়ের বাক্স বিতরণ করছে বিজেপি। আর তাতে থাকছে দলীয় প্রার্থীদের ছবি। এই মর্মে অভিযোগ করে নির্বাচন কমিশনকে চিঠি দিল তৃণমূল কংগ্রেস। চিঠিতে তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, শ্যাম পুকুর, জোড়াসাকো, উত্তর কলকাতা সহ একাধিক জায়গায় প্রচার চালাতে বিজেপি ধূপকাঠির বাক্স ও দেশলাই বিলি করছে। সেখানে প্রার্থীদের ছবি সমেত নাম দেওয়া থাকছে।

এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অমিত শাহ ও জেপি নাড্ডার ছবি রয়েছে প্যাকাটগুলিতে। যাতে লেখা রয়েছে “আর নয় অন্যায়”। এছাড়াও লেখা রয়েছে লড়ব, গড়ব জিতব মোরা, বঙ্গ হবে সবার সেরা।

[আরও পড়ুন- যোগীকে দিয়ে সভা করাব, নন্দীগ্রামে বললেন শুভেন্দু, মমতার বিরুদ্ধে ভুল মন্ত্রোচ্চারণের অভিযোগ]

তৃণমূলের পক্ষ থেকে ডেরেক’ও ব্রায়েন অভিযোগ করেছেন, এই ধরণের ধূপকাঠি স্টিক এবং দেশলাই বিতরণ সাম্প্রদায়ীকতাকে ইঙ্গিত করে। নির্বাচন সুরক্ষিত করতে ভোটারদের মধ্যে এইধরণের সাম্প্রদায়িক অনুভূতি জাগিয়ে তোলা ঠিক নয়। মন্দির, মসজিদ বা চার্চে ব্যবহৃত জিনিসপত্রকে নির্বাচনী প্রচারে ব্যবহার করা ঠিক নয় বলেই চিঠিতে জানিয়েছেন ডেরেক’ও ব্রায়েন। এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আবেদন করা হয়েছে তৃণমূলের পক্ষ থেকে।

Comments are closed.