বিশ্বে শান্তির দূত হতে পারেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বলছেন মেক্সিকোর প্রেসিডেন্ট

বিশ্বের শান্তির দূত হতে পারেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এমনই মনে করেন মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেজ ম্যানুয়াল লোপেজ ওবরাডোর। এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, আগামী ৫ বছরের জন্য বিশ্বজুড়ে বন্ধ থাকুক যুদ্ধ। এর জন্য একটি কমিটি তৈরী করুক রাষ্ট্রসংঘ। আর সেই কমিটিতে রাখা হোক ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। এছাড়াও ওই কমিটিতে পোপ ফ্রান্সিস ও রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতারেজকে রাখার আবেদন করেছেন তিনি।

এর কারণ হিসেবে তিনি বলেছেন, বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় এই তিনজনের ভূমিকা অপরিসীম। মানবতার দিক থেকেই তাঁদের ভূমিকা আছে বিশ্বজুড়ে। তবে কিছু দেশকে শান্তি প্রতিষ্ঠার জন্য এগিয়ে আসতে হবে। সেইক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চিনকে উদ্যোগী হতে আহ্বান জানিয়েছেন মেক্সিকোর প্রেসিডেন্ট।

উল্লেখ্য,এর আগেও ইউক্রেনে ওপর রাশিয়ার হামলার পর যুদ্ধ থামাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দ্বারস্থ হয়েছিলেন ইউক্রেনের বিদেশ মন্ত্রী। ইউক্রেনের বিদেশমন্ত্রী দিমিত্র কুলেবা ভারতের কাছে সরাসরি আর্জি জানিয়েছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলুন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইউক্রেনের বিদেশমন্ত্রী দিমিত্র কুলেবা ভারতের কাছে সরাসরি আর্জি জানিয়েছিলেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলুন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কোভিডের সময় বিভিন্ন দেশে ভ্যাকসিন সরবরাহ করার জন্য অস্ট্রেলিয়ার নতুন প্রধানমন্ত্রীও মোদীর প্রশংসা করেন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রধানমন্ত্রী মোদীর প্রশংসা করেন। তিনি বলেন, মোদী করোনা সঙ্কটকে ভালোভাবে সামলেছেন, অন্যদিকে চিন মহামারী মোকাবেলায় ব্যর্থ হয়েছে।

Comments are closed.