আইন ভাঙেননি কুণাল, ইন্ডিগোকে চিঠি দিয়ে জানালেন সংশ্লিষ্ট বিমানের পাইলট

বেসরকারি টেলিভিশন চ্যানেলের সম্পাদক অর্ণব গোস্বামীকে হেনস্থা করার ঘটনায় কমেডিয়ান কুনাল কামরার বিমান ভ্রমণে নিষেধাজ্ঞার বিরুদ্ধে এবার মুখ খুললেন সেই বিমানের পাইলট। তিনি জানিয়েছেন, সহযাত্রীর প্রতি কামরার আচরণ অস্বস্তিকর হলেও তা এই সংক্রান্ত আইনের ১ নম্বর ধারাকে অমান্য করেনি। তা ছাড়া কোনও যাত্রীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হলে সংশ্লিষ্ট বিমানের পাইলটের সঙ্গে কথা বলাটা প্রথার মধ্যে পড়ে। বিমান সংস্থা তাও মানেনি। অভিযোগ উঠেছে, বিমানমন্ত্রী হরদীপ পুরীর চাপে ইন্ডিগো এবং অন্য বিমান সংস্থাগুলি কুণালের বিমানে চড়ার উপর নিষেধাজ্ঞা জারি করে তাড়াহুড়ো করে।
ইন্ডিগো কর্তৃপক্ষকে চিঠি লিখে ওই পাইলট জানান, তাঁর নয় বছরের পেশাদারির জীবনে এই অভিজ্ঞতা একেবারে বেমানান যে, সংশ্লিষ্ট বিমানের পাইলটের সঙ্গে কথা না বলেই একজন যাত্রীর উপর এ ধরনের নিষেধাজ্ঞা চাপিয়ে দেওয়া হল। তিনি লিখেছেন, সোশ্যাল মিডিয়ায় কিছু পোস্টের উপর ভিত্তি করে এই ধরনের ব্যবস্থা নেওয়ায় আমি খুবই দুঃখিত। বিমানমন্ত্রী কিন্তু তাঁর বক্তব্যে অবিচল। তিনি দাবি করেন, বিমান সংস্থাগুলি ঠিক সিদ্ধান্তই নিয়েছে। তাঁর আরও দাবি, সংস্থাগুলির উপর সরকারের কোনও চাপ ছিল না। তারা যা করার, আইন মেনেই করেছে।

Comments are closed.